কলকাতা, 18 ফেব্রুয়ারি: বয়সজনিত কারণে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা দেবীর হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হচ্ছে না ৷ রবিবারই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে ৷ প্রয়োজনীয় যা চিকিৎসা, তা সবই চলবে ওষুধের মাধ্যমে ৷ বয়সের কারণে নিরূপা গঙ্গোপাধ্যায়ের পক্ষে অস্ত্রোপচারের ঝক্কি নেওয়া ঝুঁকি হতে পারে বলে এই সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা ৷ উল্লেখ্য, তাঁর হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানোর কথা ছিল ৷ আর চিকিৎসকদের এই সিদ্ধান্তে বেশ খুশি সৌরভ এবং তাঁর পরিবারের বাকি সদস্যরা ৷
শনিবারই নিরূপা গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ছিল ৷ হাসপাতালের শয্যায় বসেই ছেলে সৌরভের সঙ্গে কেক কাটেন তিনি ৷ আর পরদিনই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা ৷ এই সিদ্ধান্তে খুশি নিরূপা দেবীর দুই পুত্র স্নেহাশিস এবং সৌরভ ৷
প্রত্যেক বছরই মায়ের জন্মদিন পালন করেন সৌরভ ৷ এবছরও নিরূপা গঙ্গোপাধ্যায় হাসপাতালে ভরতি থাকলেও, সেখানেই কেক কেটে তাঁর জন্মদিন পালন করেছেন সৌরভ ৷ তবে, হাসপাতালে এভাবে জন্মদিন পালন করাতে কিছুটা অবাক হন নিরুপা দেবী ৷ তবে, ছেলের এই আয়োজনে খুশি হয়েছেন তিনি ৷ ছিলেন সৌরভের ছোটোবেলার বন্ধু ও সতীর্থ ক্রিকেটার সঞ্জয় দাস ৷
হৃদরোগে আক্রান্ত হয়ে গত 1 ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভরতি হয়েছিলেন সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায় ৷ জন্মদিন পালনের জায়গা যে হাসপাতাল নয়, তা ভালোভাবেই জানেন সৌরভ ৷ তবুও, হাসপাতালের পরিবেশে মাকে আনন্দ দিতেই এই পরিকল্পনা সাজিয়ে ছিলেন তিনি ৷ নিজের হাতে কেক কেটে খাইয়ে দেন মাকে ৷ সেই ভিডিয়ো তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন সৌরভ ৷ কিন্তু, কিছুক্ষণ পরেই তা ডিলিটও করে ফেলেন ৷ পরে যদিও হোয়াটসঅ্যাপ চ্যানেলে মাকে জন্মদিনের অভিনন্দন জানিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন সৌরভ ৷ নিরুপা দেবী 75 বছরে পা দিলেন ৷ অ্যাঞ্জিওগ্রাম হয়েছিল তাঁর ৷ রিপোর্টে, হৃদযন্ত্রে দু’টি ব্লকেজ ধরা পড়ে ৷
সৌরভ নিজেও 2021 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ তাঁর অবশ্য স্টেন্ট বসেছিল ৷ সৌরভের পাশাপাশি, এর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও ৷ তাঁকেও হাসপাতালে থাকতে হয়েছিল বেশ কয়েকদিন ৷ প্রসঙ্গত, এর আগেও করোনার সময়ও দু'বার নিরূপা গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে ভরতি করানো হয়েছিল ৷ প্রথমবার 2021 সালের সেপ্টেম্বরে ৷ আর দ্বিতীয়বার 2022 সালের জুলাই মাসে ৷ করোনা সংক্রমণের কারণে শ্বাসকষ্ট হওয়ায় তখন হাসপাতালে ভরতি হয়েছিলেন নিরূপা গঙ্গোপাধ্যায় ৷
আরও পড়ুন:
- অতিমারিতে অসহায় মানুষের ঘরে ফেরানোর গল্প সোনুর মুখে শুনলেন সৌরভ
- হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা
- সৌরভের লক্ষাধিক টাকা দামের মোবাইল চুরি, থানায় অভিযোগ দায়ের