পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ওষুধেই নিরাময়, বসছে না স্টেন্ট; হাসপাতাল থেকে ছুটি সৌরভের মায়ের - সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly's Mother Gets Release from Hospital: শনিবার নিরূপা গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ছিল ৷ তার একদিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি ৷ স্বভাবতই খুশি নিরূপা দেবীর দুই পুত্র সৌরভ গঙ্গোপাধ্যায় এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷ এমনকি হৃদরোগে আক্রান্ত নিরূপা দেবীর হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 6:47 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: বয়সজনিত কারণে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা দেবীর হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হচ্ছে না ৷ রবিবারই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে ৷ প্রয়োজনীয় যা চিকিৎসা, তা সবই চলবে ওষুধের মাধ্যমে ৷ বয়সের কারণে নিরূপা গঙ্গোপাধ্যায়ের পক্ষে অস্ত্রোপচারের ঝক্কি নেওয়া ঝুঁকি হতে পারে বলে এই সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা ৷ উল্লেখ্য, তাঁর হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানোর কথা ছিল ৷ আর চিকিৎসকদের এই সিদ্ধান্তে বেশ খুশি সৌরভ এবং তাঁর পরিবারের বাকি সদস্যরা ৷

শনিবারই নিরূপা গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ছিল ৷ হাসপাতালের শয্যায় বসেই ছেলে সৌরভের সঙ্গে কেক কাটেন তিনি ৷ আর পরদিনই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা ৷ এই সিদ্ধান্তে খুশি নিরূপা দেবীর দুই পুত্র স্নেহাশিস এবং সৌরভ ৷

প্রত্যেক বছরই মায়ের জন্মদিন পালন করেন সৌরভ ৷ এবছরও নিরূপা গঙ্গোপাধ্যায় হাসপাতালে ভরতি থাকলেও, সেখানেই কেক কেটে তাঁর জন্মদিন পালন করেছেন সৌরভ ৷ তবে, হাসপাতালে এভাবে জন্মদিন পালন করাতে কিছুটা অবাক হন নিরুপা দেবী ৷ তবে, ছেলের এই আয়োজনে খুশি হয়েছেন তিনি ৷ ছিলেন সৌরভের ছোটোবেলার বন্ধু ও সতীর্থ ক্রিকেটার সঞ্জয় দাস ৷

হৃদরোগে আক্রান্ত হয়ে গত 1 ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভরতি হয়েছিলেন সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায় ৷ জন্মদিন পালনের জায়গা যে হাসপাতাল নয়, তা ভালোভাবেই জানেন সৌরভ ৷ তবুও, হাসপাতালের পরিবেশে মাকে আনন্দ দিতেই এই পরিকল্পনা সাজিয়ে ছিলেন তিনি ৷ নিজের হাতে কেক কেটে খাইয়ে দেন মাকে ৷ সেই ভিডিয়ো তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন সৌরভ ৷ কিন্তু, কিছুক্ষণ পরেই তা ডিলিটও করে ফেলেন ৷ পরে যদিও হোয়াটসঅ্যাপ চ্যানেলে মাকে জন্মদিনের অভিনন্দন জানিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন সৌরভ ৷ নিরুপা দেবী 75 বছরে পা দিলেন ৷ অ্যাঞ্জিওগ্রাম হয়েছিল তাঁর ৷ রিপোর্টে, হৃদযন্ত্রে দু’টি ব্লকেজ ধরা পড়ে ৷

সৌরভ নিজেও 2021 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ তাঁর অবশ্য স্টেন্ট বসেছিল ৷ সৌরভের পাশাপাশি, এর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও ৷ তাঁকেও হাসপাতালে থাকতে হয়েছিল বেশ কয়েকদিন ৷ প্রসঙ্গত, এর আগেও করোনার সময়ও দু'বার নিরূপা গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে ভরতি করানো হয়েছিল ৷ প্রথমবার 2021 সালের সেপ্টেম্বরে ৷ আর দ্বিতীয়বার 2022 সালের জুলাই মাসে ৷ করোনা সংক্রমণের কারণে শ্বাসকষ্ট হওয়ায় তখন হাসপাতালে ভরতি হয়েছিলেন নিরূপা গঙ্গোপাধ্যায় ৷

আরও পড়ুন:

  1. অতিমারিতে অসহায় মানুষের ঘরে ফেরানোর গল্প সোনুর মুখে শুনলেন সৌরভ
  2. হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা
  3. সৌরভের লক্ষাধিক টাকা দামের মোবাইল চুরি, থানায় অভিযোগ দায়ের

ABOUT THE AUTHOR

...view details