পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন সংস্থার আরও বড় দায়িত্বে সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে আরও বড় পদ দিল জেএসডব্লিউ গ্রুপ ৷ ক্যাপিটালসের ক্রিকেটিং ডিরেক্টর পদ সামলানোর পর কোন পদে বাংলার মহারাজ ৷ জেনে নিন ৷

SOURAV GANGULY
সৌরভ গঙ্গোপাধ্যায় (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 17, 2024, 6:12 PM IST

নয়াদিল্লি, 17 অক্টোবর: দিল্লি ক্য়াপিটালসের ক্রিকেটিং ডিরেক্টর পদ থেকে সরলেও ফ্র্য়াঞ্জাইজির মালিকানাধীন সংস্থার তরফে আরও বড় দায়িত্ব দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷ বৃহস্পতিবার জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেটিং ডিরেক্টর পদে বসানো হল দেশের অন্যতম সফল অধিনায়ককে ৷ অর্থাৎ, সংস্থার অধীনে থাকা সমস্ত ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর পদে বসলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি ৷ সেক্ষেত্রে দিল্লি ক্যাপিটালসের পাশাপাশি দিল্লি ক্য়াপিটালসের মহিলা দল এবং দক্ষিণ আফ্রিকা টি-20 লিগে প্রিটোরিয়া ক্যাপিটলসের ক্রিকেটিং ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন সৌরভ ৷

জেএসডব্লিউ গ্রুপের প্রতিষ্ঠাতা পার্থ জিন্দাল এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে সুসম্পর্কের কথা অনুরাগীমহলে অজানা নয় ৷ ক্রিকেটের মধ্যে দিয়ে দু'পক্ষের মধ্যে সেই সম্পর্ক সুদৃঢ় হয়েছে কয়েকবছর হল ৷ এদিন সেই সম্পর্ক আরও দীর্ঘায়িত হল ৷ ক্রিকেটীয় উপদেষ্টা হিসেবে 2019 সালে দিল্লি ক্য়াপিটালসে প্রথম আগমন ঘটে সৌরভের ৷ রিকি পন্টিংয়ের সঙ্গী হিসেবে পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটিং ডিরেক্টর পদ সামলান তিনি ৷

জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেটিং ডিরেক্টর পদে সৌরভকে বসানো প্রসঙ্গে পার্থ জিন্দাল বলেন, "জেএসডব্লিউ স্পোর্টসে দাদার জায়গা সবসময়ই স্পেশাল ৷ আমাদের কাছে উনি ক্রিকেটিং আইকনেরও আগে পরিবারের মত ৷ আমি আগেও সে কথা বলেছি এবং তা আজও সত্যি ৷ ক্রিকেটের অন্যতম ক্ষুরধার মস্তিষ্ক তিনি ৷ আমরা সবসময় তাঁর জ্ঞান এবং পথপ্রদর্শনে উপকৃত হয়েছি ৷ তাই আমি একইসঙ্গে আনন্দিত এবং বিনীত এই ভেবে যে, দাদা জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেটের যাবতীয় বিষয়ের ডিরেক্টের পদে বসছেন ৷"

নয়া দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সৌরভও ৷ 'প্রিন্স অফ ক্যালকাটা' বলেন, "জেএসডব্লিউ গ্রুপ এবং জিন্দাল পরিবার ব্যক্তিগত স্তরে এবং পেশাদারভাবে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে জানতে পেরে খুশি ৷ জেএসডব্লিউ স্পোর্টস অনেক বছর ধরেই দূরদৃষ্টিসম্পন্ন কাজ করে চলেছে আর আমি অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়ে আনন্দিত ৷" উল্লেখ্য, বৃহস্পতিবারই নয়া কোচ হিসেবে হেমাঙ্গ বাদানির নাম ঘোষণা করেছে দিল্লি ক্য়াপিটালস ৷ পাশাপাশি দলের ক্রিকেটিং ডিরেক্টর পদে সৌরভের স্থলাভিষিক্ত হয়েছেন বেণুগোপাল রাও ৷

ABOUT THE AUTHOR

...view details