চেন্নাই, 28 জুন:জার্সির রং বদলালেও বাইশ গজে স্মৃতির দাপট অব্যাহত। চিপকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি এল স্মৃতি মন্ধানার ব্যাটে। সেইসঙ্গে শেফালি বর্মাকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে বিশ্বরেকর্ড গড়লেন মন্ধানা ৷ ওপেনিং জুটিতে 292 রান তুলে নজির গড়লেন দু'জনে ৷ মহিলাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের ওপেনিং পার্টনারশিপ ৷
ওয়ান ডে সিরিজে প্রোটিয়াবিগ্রেডকে পর্যুদস্ত করার পর টেস্টেও দাপট অব্যাহত 'উইমেন ইন ব্লু'র ৷ শুক্রবার চিপকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় ক্যাপ্টেন হরমনপ্রীত কউর ৷ শুরু থেকেই প্রোটিয়া বোলারদের নিয়ে ছেলেখেলা করেন দুই ভারতীয় ওপেনার ৷
ওপেনিং জুটিতে 292 রান তুলে বিশ্বরেকর্ড গড়েন স্মৃতি ও শেফালি ৷ তবে নিজেরে দেড়শত রান হওয়ার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন মন্ধানা ৷ 149 রানের আউট হন ৷ ওপেনিং পার্টনারকে হারালেও নিজের ছন্দেই ব্যাটিং করে ডাবল সেঞ্চুরি করেন শেফালি ৷ কেরিয়ারের মাত্র পঞ্চম টেস্টেই দ্বিশতরান এল তাঁর ব্যাট থেকে ৷ তবে কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করে রান-আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন শেফালি ৷
194 বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি ৷ দ্বিশতরানের পথে 8টি ছক্কা ও 22টি বাউন্ডারি হাঁকান 'উইমেন ইন ব্লু'র এই ব্যাটার ৷ আর 18 নম্বর জার্সির মন্ধানার ব্যাট থেকে আসে 149 রান ৷ যার মধ্যে রয়েছে 27টি চার একটি ছয় ৷ এ নিয়ে টানা চার ইনিংসে তৃতীয় সেঞ্চুরি এল স্মৃতির ব্যাট থেকে ।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাল্টি ফরম্যাট দ্বিপাক্ষিক সিরিজ খেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তিনটি ওডিআই ম্যাচে একপেশে জয় পেয়েছে ভারত ৷ আজ থেকে শুরু হয়েছে একমাত্র টেস্ট ম্যাচ ৷ এখনও তিনটি টি-20 ম্যাচ রয়েছে ৷
- অল্পের জন্য শতরান হাতছাড়া স্মৃতির, ঘরের মাঠে প্রোটিয়াদের দুরমুশ ভারতের