হায়দরাবাদ, 11 অগস্ট:রিও ডি জেনেইরো 2016, টোকিয়ো 2020-র পর প্যারিস 2024 ৷ টানা তিন অলিম্পিক্সে সোনার পদক জিতে নিয়েছেন রিয়ান ক্রাউজার ৷ টানা তিন অলিম্পিক্সে সোনার পদক জিতেও খিদে তো কমেইনি, বরং আগামী অলিম্পিক্স দেশের মাটিতে হওয়ায় তাগিদ যেন আরও বেশি যুক্তরাষ্ট্রের শটপুটারের ৷ তাই সোনা জিতে এতটুকু সময় নষ্ট নয়, বাড়ি ফিরে লস অ্যাঞ্জেলসের কথা মাথায় রেখে অনুশীলন শুরু করে দিলেন ক্রাউজার ৷ আর প্যারিসে জেতা সোনার পদক পরিয়ে দিলেন পোষ্য সারমেয়কে ৷
শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন ক্রাউজার ৷ যেখানে দেখা যাচ্ছে বাড়িতে অনুশীলনে মগ্ন মার্কিন শটপুটার ৷ আর কিছুটা দূরে তাঁর অনুশীলন উপভোগ করছেন তাঁর পোষ্য সারমেয় ৷ তার গলায় প্যারিসে জেতা ক্রাউজারের সোনার পদক ৷ ভিডিয়ো পোস্ট করে সোনাজয়ী শটপুটার লেখেন, "বাড়ি ফেরা সবসময়ই আনন্দের ৷"