পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সোশাল মিডিয়ায় মজার পোস্ট, মাথাব্যথার কারণ প্রাক্তন আম্পায়ারকে খোঁচা সচিনের

কেরিয়ারে একাধিকবার যে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়েছে, তাঁকে সোশাল মিডিয়ায় কটাক্ষ সচিনের ৷ যদিও সরাসরি নামে নেননি 'মাস্টার-ব্লাস্টার' ৷

2008 SYDNEY TEST
2008 সালে সিডনি টেস্টের একটি দৃশ্য (GETTY)

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

হায়দরাবাদ, 17 নভেম্বর: স্টিভ বাকনর ৷ নামটা শুনলেই একসময় ভয়ে সিঁটিয়ে থাকতেন সচিন তেন্ডুলকর অনুরাগীরা ৷ 2003 গাব্বা টেস্ট হোক কিংবা 2005 ইডেন গার্ডেন্স ৷ কেরিয়ারে বহুবার প্রাক্তন ক্যারিবিয়ান আম্পায়ারের মারাত্মক সব ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন 'ক্রিকেট ঈশ্বর' ৷ অবসরের অনেক পরে স্টিভ বাকনর অনেক ক্ষেত্রে তাঁর ভুল স্বীকার করেছেন বটে, তবে তাঁর বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে চর্চা আজও হয় ৷ শনিবার সোশাল মিডিয়ায় মজার এক পোস্টে বাকনরের নাম না-করেই সেই চর্চা খানিক উসকে দিলেন 'মাস্টার-ব্লাস্টার' ৷

এদিন সোশাল মিডিয়ায় সচিন সাম্প্রতিক সময়ে কোথাও বেড়াতে যাওয়ার একটি ছবি পোস্ট করেন ৷ যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে 25 হাজারেরও বেশি রানের মালিককে দেখা যাচ্ছে ব্যাটিং স্টান্সে দাঁড়িয়ে থাকতে এবং তাঁর পিছনে একটি প্রকাণ্ড গাছের গুড়ি ৷ যার আকার অনেকটা উইকেটের মতো ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে সচিন লেখেন, "তোমরা বুঝতে পারছ কোন আম্পায়ারের কাছে স্টাম্প এতটা বড় মনে হত ৷"

নিমেষে সচিনের সেই পোস্ট অনুরাগীমহলে ভাইরাল হয়ে যায় ৷ কারও বুঝতে বাকি থাকে না সচিন তেন্ডুলকর স্টিভ বাকনরকেই কটাক্ষ ছুড়েছেন এই পোস্টে ৷ তবে শত ক্ষোভ সত্ত্বেও সচিন সরাসরি ক্যারিবিয়ান আম্পায়ারের নাম না-নেওয়ার তারিফ করেন অনুরাগীরা ৷ এক অনুরাগী লেখেন, "অবসরের দশ বছর পরেও কারও নাম সরাসরি না-নেওয়া ৷ প্রকৃত অর্থে জেন্টলম্যানের পরিচয় ৷"

সচিনের মজার পোস্টে মন্তব্য করেন তাঁর একদা সতীর্থ ইরফান পাঠান ৷ প্রাক্তন বাঁ-হাতি অলরাউন্ডার লেখেন, "ডিআরএসের যুগে থাকলে ক্রিকেটমাঠের ত্রিসীমানায় আসতেন না তিনি ৷" তবে সচিনকে বেশ কিছু ক্ষেত্রে বাকনরের খারাপ সিদ্ধান্তের শিকার হতে হলেও বাইশ গজে প্রাক্তন ক্যারিবিয়ান আম্পায়ার আসলে একজন কিংবদন্তি ৷

1992 থেকে 2007 টানা পাঁচটি বিশ্বকাপে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব সামলানো বাকনর কেরিয়ারে 128টি টেস্ট ও 181টি ওডিআই ম্যাচে আম্পায়ারিং করেছেন ৷ আন্তর্জাতিক ক্রিকেটে 20 বছর আম্পায়ারিংয়ের পর 2009 সালে অবসর গ্রহণ করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details