নিউইয়র্ক, 10 জুন: আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে রবিবার সর্বনিম্ন রান ডিফেন্ড করে জিতেছে ভারতীয় দল ৷ তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৷ স্কোরবোর্ডে মাত্র 119 রান তুলে আজকের দিনে টি-20 ম্যাচ জয় সত্যিই প্রশংসনীয় ৷ আর এক্ষেত্রে যে ব্যক্তির ভূমিকা সবচেয়ে বড়, তিনি হলেন জসপ্রীত বুমরা ৷ তাঁর 4 ওভারের স্পেলে 3টি গুরুত্বপূর্ণ উইকেট ভারতের ঝুলিতে আত্মসম্মানের এই ম্যাচ এনে দিয়েছে ৷ তাই জয়ের কান্ডারী জসপ্রীত বুমরার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক রোহিত ৷ নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে, বুমরা-সহ পুরো বোলিং ইউনিটের প্রশংসা করলেন তিনি ৷
ম্যাচ শেষে রোহিত দলের তারকা পেসারকে নিয়ে বলেন, "ও নিজের ক্ষমতা জানে, পরিস্থিতি অনুযায়ী নিজের ক্ষমতা প্রয়োগ করে ৷ আমরা সবাই জানি ও কী করতে পারে ৷ তাই ওকে নিয়ে এখন বেশি কথা বলতে চাই না ৷ ওকে পুরো বিশ্বকাপে এভাবেই আমরা পেতে চাই ৷ বুমরা অসাধারণ, সেটা আমরা সবাই জানি ৷" তবে, শুধু একা বুমরাকে দিয়ে 119 রান ডিফেন্ড করা যে সম্ভব নয়, তা রোহিত ভালোই জানতেন ৷ দলের এগারোজন ক্রিকেটারকে মাঠে একজোট হয়ে পারফর্ম করতে হত ৷ তাই পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় ধাপে দলের প্রত্যেককে একত্রিত করে কথা বলেছিলেন অধিনায়ক রোহিত ৷