পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ব্যর্থতার সরণিতে বিরাট-রোহিত, হোয়াইটওয়াশের ভ্রুকুটি ভারতের

স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুরু করেও দায়িত্বজ্ঞানহীন ইনিংস 'উপহার' হিটম্যানের ৷ অধিনায়কের দেখানো পথেই যেন হাঁটলেন কোহলিও ৷

VIRAT KOHLI
ফাইল চিত্র (এএনআই)

By ETV Bharat Sports Team

Published : 5 hours ago

মুম্বই, 1 নভেম্বর: কিউয়িদের কাছে ঘরের মাঠে প্রথমবার টেস্ট সিরিজ হারের লজ্জা ! হোয়াইটওয়াশ এড়াতে ওয়াংখেড়ের বাইশ গজে অস্তিত্বের লড়াই ৷ কিন্তু ফের ব্য়র্থ টিম ইন্ডিয়ার দুই তারকা ব্যাটার বিরাট ও রোহিত ৷

স্পিনারদের ঘূর্ণিতে কিউয়িদের অল্প রানে বেঁধে রাখার পর ম্যাচে জাঁকিয়ে বসার সুবর্ণ সুযোগ হাতছাড়া টিম ইন্ডিয়ার ৷ অপরাহ্নে মাত্র 19 ওভারের ঝটিকা ইনিংসেই কুপোকাত গৌতম গম্ভীরের দুর্ধর্ষ ব্যাটিংবিগ্রেড ৷

কিউয়িদের 235 রানের জবাবে মাত্র 86 রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন টিম ইন্ডিয়ার চার ব্যাটার ৷ শুভমন গিলের অপরাজিত 31 এবং যশস্বী জসওয়ালের 30 রানের পরেও দিনের শেষে 149 রানে পিছিয়ে টিম ইন্ডিয়া ৷

ফাইল চিত্র (এপি)

স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুরু করেও দায়িত্বজ্ঞানহীন ইনিংস 'উপহার' ক্যাপ্টেন রোহিতের ৷ 31 মিনিট ক্রিজ অতিবাহিত করে অধিনায়কের অবদান 18 বলে 18 রান ৷ নামের পাশে স্ট্রাইকরেট 100 ৷ কিন্তু, এরপরও ব্যর্থ ইনিংসের তালিকা আরও দীর্ঘায়িত হল রোহিতের ৷ শেষ 9টি টেস্ট ইনিংসে একবার মাত্র 50 রানের গণ্ডি টপকাতে পেরেছেন মুম্বইকর ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগের টেস্টের দুটি ইনিংসে 0 ও 8 রান করার পরও ক্রিজে একটু বেশি সময় কাটানোর প্রয়োজনীয়তা মনে করেননি ভারত অধিনায়ক ৷

ফাইল চিত্র (এপি)

বিরাটের ব্যাটেও রানের হাহাকার ৷ অধিনায়কের দেখানো পথেই যেন হাঁটতে শুরু করেছেন কোহলি ৷ ক্রিজে এসে আজাজ প্যাটেলের হ্যাটট্রিক ডেলিভারি বাউন্ডারিতে পাঠিয়ে আশা জাগিয়েছিও বড় ইনিংস খেলতে ব্যর্থ বিরাট ৷ রান-আউট হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন আধুনিক ক্রিকেটের মহাতারকা ৷ দিনের শেষ ওভারে রান-আউট হয়ে প্যাভিলিয়ন ফেরেন বিরাট ৷ বাঁ-হাতি কিউয়ি স্পিনার রাচিন রবীন্দ্রর বল মিড-অফে ঠেলে রান নিতে কোহিল ৷ কিন্তু ম্যাট হেনরির থ্রো-য়ে 'বিরাট' স্বপ্নভঙ্গ হয় ৷ 5 মিনিটে ক্রিজে কাটিয়ে একটি মাত্র বাউন্ডারি মেরে প্যাভিলিয়নের পথ ধরেন কোহলি ৷

রোহিতের মতো বিরাটের ব্যাটও শেষে 9টি ইনিংসে 'খামোশ'৷ রোহিতের মতো তিনিও একাবার মাত্র হাফ-সেঞ্চুরির স্বাদ পেয়েছেন ৷ সর্বোচ্চ স্কোর 70 ৷ তারপরও 'বিরাট' ইনিংস খেলার তাগিদ অনুভব করেননি কোহলি ৷ দলের দুই সেরা ব্যাটারের বর্থতায় ঘরের মাঠে প্রথমবার টেস্ট সিরিজ হারের 'তিক্ত স্বাদ' পেয়েছে গম্ভীরের ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details