চেন্নাই, 21 সেপ্টেম্বর: বাইশ গজ হোক কিংবা বাইশ গজের বাইরে, এমনিতে আলোচিত চরিত্র ঋষভ পন্ত ৷ 2019-20 বর্ডার-গাভাসকর সিরিজের মাঝে অজি স্টাম্পার-ব্যাটার টিম পেইনের সঙ্গে তাঁর 'বেবিসিটার' নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় এখনও স্মৃতিতে টাটকা অনুরাগীদের ৷ তবে 2022 গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন বাইশ গজ থেকে দূরে থাকায় বিতর্ক-আলোচনা থেকেও দূরে ছিলেন ভারতের তরুণ স্টাম্পার-ব্য়াটার ৷ তবে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনে ফের শিরোনামে পন্ত ৷ চিপকে প্রথম ইনিংসে লিটন দাসের সঙ্গে তর্ক জুড়েছিলেন, এবার দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে শিরোনামে ভারতীয় ক্রিকেটার ৷
ঘটনাটি চিপকে তৃতীয়দিন প্রথম সেশনে ৷ ঋষভ পন্তের কীর্তি ভাইরাল হল সোশাল মিডিয়ায় ৷ ব্যাটিংয়ের সময় দায়িত্ব নিয়ে বিপক্ষ দলের ফিল্ডিং সাজিয়ে দিলেন স্টাম্পার-ব্যাটার ৷ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বলা পন্তের কথাগুলো ধরা পড়ল স্টাম্প-মাইকে ৷ যেখানে মিড-উইকেটের দিকে আঙুল নির্দেশ করে পন্তকে বলতে শোনা যাচ্ছে, "এদিকে কেউ নেই ৷ এদিকে একজনকে পাঠাতে হবে ৷" ঘটনাক্রমে সেই সময় অন স্ট্রাইক ছিলেন ঋষভই ৷ সবচেয়ে মজার ব্য়াপার ভারতীয় ক্রিকেটারের কথামতো মিড-উইকেটে একজন ফিল্ডারকে পাঠিয়েও দেন শান্ত ৷