চণ্ডীগড়, 18 সেপ্টেম্বর: দিল্লি ক্য়াপিটালসের মায়া কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে নয়া দলের কোচ হলেন রিকি পন্টিং ৷ বুধবার অস্ট্রেলিয়ার জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়ককে আনুষ্ঠানিকভাবে হেড কোচের পদে বসাল প্রীতি জিন্টা মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ৷ চার বছরের চুক্তিতে 2003 বিশ্বকাপ ফাইনালের নায়ককে কোচ করল পঞ্জাব ৷
গত জুলাইয়ে দিল্লি ক্য়াপিটালসের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করেছিলেন পন্টিং ৷ 2024 আইপিএলে প্লে-অফের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর অজি কিংবদন্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল্লি ৷ সপ্তম মরশুমের আগে এই নিয়ে পঞ্জাবের ষষ্ঠ কোচ হিসেবে নিযুক্ত হলেন 'পান্টার' ৷ নয়া ফ্র্যাঞ্চাইজির কোচ হয়ে পন্টিং বলেন, "হেড কোচের দায়িত্ব পাওয়ায় আমি কৃতজ্ঞ পঞ্জাব কিংসের কাছে ৷ নতুন চ্য়ালেঞ্জ গ্রহণ করতে মুখিয়ে রয়েছি ৷ ফ্র্য়াঞ্চাইজির মালিকের সঙ্গে ফলপ্রসূ আলোচনা ইতিমধ্যেই হয়েছে ৷ দলের সুদূরপ্রসারী চিন্তাভাবনা আমায় আকৃষ্ট করেছে ৷"