হায়দরাবাদ, 22 ফেব্রুয়ারি: ঘোষণা হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-র ড্র ৷ একইসঙ্গে শুক্রবার নির্ধারিত হয়ে গেল মহাদেশীয় এই টুর্নামেন্টের ফাইনালের রোডম্য়াপও ৷ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় স্বাভাবিকভাবেই দুর্ধর্ষ কিছু দ্বৈরথের সাক্ষী হতে চলেছেন ফুটবল অনুরাগীরা ৷ যার মধ্যে সবার উপরে থাকবে মাদ্রিদ ডার্বি ৷ ড্র অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হতে চলেছে রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ ৷
প্লে-অফ রাউন্ডে ম্য়াঞ্চেস্টার সিটিকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে 'লস ব্ল্য়াঙ্কোস' ৷ ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে বুধবার ফিরতি লেগে স্কাই ব্লুজ'কে ঘরের মাঠে 3-1 গোলে হারায় রিয়াল ৷ সেইসঙ্গে এগ্রিগেটে 6-3 ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে 15 বারের ইউরোপ সেরারা ৷ যদিও প্রি-কোয়ার্টারে তাঁদের প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো গ্রুপ পর্বে আট ম্য়াচ খেলে সরাসরি জায়গা করে নিয়েছে শেষ ষোলোয় ৷ আগামী 5 মার্চ স্য়ান্তিয়াগো বার্নাব্যুয়ে শেষ ষোলোর প্রথম লেগে নামবে দুই দল ৷
এছাড়া শেষ ষোলোয় প্রিমিয়র লিগ টপার লিভারপুল মুখোমুখি হতে চলেছে ফরাসি জায়ান্ট প্যারিস সাঁ জাঁ'র ৷ যারা সম্প্রতি ফ্রান্সেরই আরেক ক্লাব ব্রেস্ট'কে 10-0 ব্যবধানে (এগ্রিগেটে) হারিয়ে রাউন্ড অফ 16-য় জায়গা করে নিয়েছে ৷ শেষ ষোলোয় লড়াই জমবে দুই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ বনাম বায়ার লেভারকুসেনের ৷ বুন্দেসলিগাতেও এই মুহূর্তে খেতাবের লড়াইয়ে রয়েছে এই দুই ক্লাব ৷ স্বাভাবিকভাবে মহাদেশীয় প্রতিযোগিতাতেও তার প্রভাব পড়বে বলে আশা করতেই পারেন অনুরাগীরা ৷