রাজকোট, 17 ফেব্রুয়ারি:500 উইকেট নেওয়া এবং তার আগে পাঁচ রান পেনাল্টি দেওয়া নিয়ে শুক্রবার চর্চা হচ্ছিল তাঁকে নিয়ে। এরপরই ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট চলাকালীনই নাম তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাই রাজকোট টেস্টে আর খেলতে দেখা যাবে না তাঁকে ৷ তাই দিনের শেষটা ভালো হল না তাঁর জন্য ৷ ভারতের জন্য তো বটেই। মায়ের অসুস্থতার জেরে তড়িঘড়ি রাজকোট ছেড়ে চেন্নাই ফিরতে হয়েছে ভারতের এই তারকা স্পিনারকে। ফলে চলতি টেস্টে আর তাঁকে পাওয়া যাবে না। শুক্রবার রাতের দিকে বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় বোর্ড।
এরপরই বোর্ডের তরফে এক্সে জানানো হয় এই চ্যালেঞ্জিং সময়ে, বিসিসিআই এবং দল অশ্বিনের পাশে আছে ৷ বিসিসিআই সেক্রেটারি জয় শাহও জানিয়েছেন, বোর্ড এবং দল অশ্বিনকে যে কোনও প্রয়োজনীয় সাহায্য প্রদান করবে ৷ বিসিসিআইয়ের দেওয়া ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, অশ্বিনের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার এবং তাঁর পরিবারের পাশে রয়েছে বোর্ড। দলের খেলোয়াড় এবং তাদের প্রিয়জনদের স্বাস্থ্য এবং নিরাপত্তাকে বরাবরই অগ্রাধিকার দিয়েছে বোর্ড। এই কঠিন সময়ে যাতে অশ্বিন দ্রুত পেরতে পারেন সেই শুভকামনাও করছে বোর্ড। ভবিষ্যতে যে কোনও দরকারে বোর্ডকে পাশে পাবে অশ্বিন। পাশাপাশি, বোর্ডের সঙ্গেও এই ক্রিকেটারের নিয়মিত যোগাযোগ থাকবে।