ধরমশালা, 9 মার্চ: শততম টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ ধরমশালার ব্যাটিং স্বর্গে প্রথম ইনিংসে 4 উইকেটের পর, দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার তাঁর ৷ তাও আবার ইংল্যান্ডের টপ ও মিডল-অর্ডারকে ধরাশায়ী করলেন অভিজ্ঞ অফস্পিনার ৷ সঙ্গে আরও একটি কীর্তি স্থাপন করলেন তিনি ৷ টেস্ট ক্রিকেটে তাঁর আদর্শ অনিল কুম্বলেকে ছাপিয়ে গেলেন অশ্বিন ৷ এক ইনিংসে 36 বার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি ৷ রাঁচিতে অনিল কুম্বলের 35 বার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছুঁয়ে ছিলেন ৷ ধরমশালায় সেই রেকর্ড ভাঙলেন রবিচন্দ্রন অশ্বিন ৷
টেস্টে ক্রিকেটে একশো নম্বর ম্যাচকে রেকর্ড গড়ে স্মরণীয় করে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ অনিল কুম্বলের পঁয়ত্রিশটি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডকে ছাপিয়ে গেলেন তিনি ৷ সেই সঙ্গে মুথাইয়া মুরলীধরনের সঙ্গে একসারিতে বসে পড়েছেন অ্যাশ ৷ একশো টেস্ট সর্বোচ্চ উইকেট শিকারের নিরিখে শ্রীলঙ্কান কিংবদন্তি অফস্পিনার এবং অশ্বিন এখন একসারিতে ৷ দু’জনেই 9 উইকেট নিয়েছেন ৷ যদিও, ধরমশালা টেস্টে অশ্বিনের সামনে মুরলীকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ৷