নয়াদিল্লি, 13 মার্চ:ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে একাধিক নজির গড়েছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ বল হাতে একের পর প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার নজির টপকেছেন বা ছুঁয়েছেন ৷ এরপরই বুধবার বোলারদের টেস্ট ব়্যাঙ্কিংয়ে নিজের নাম তুললেন এক নম্বরে ৷ সতীর্থ বুমরাকে সরিয়ে নিজের জায়গা পুনরুদ্ধার করলেন তিনি ৷ তাঁর আগে টেস্টে এক নম্বরে ছিলেন জশপ্রীত বুমরা। পেসারকে সরিয়ে স্পিনার দখল করে নিলেন এক নম্বর স্থান। সেইসঙ্গে টেস্ট অল-রাউন্ডারদের তালিকায় রবীন্দ্র জাদেজার পিছনে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন ৷
500তম টেস্ট উইকেট, 100তম টেস্ট ম্যাচ সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ অশ্বিনের কাছে চিরস্মরণীয় ৷ তবে এরপরও তাঁর প্রাপ্তি শেষ হয়নি ৷ পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালায় কেরিয়ারের 100তম টেস্টের প্রথম ইনিংসে 4টি ও দ্বিতীয় ইনিংসে 5টি উইকেট নেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার। ধরমশালা টেস্টের দুই ইনিংস মিলিয়ে এই 9টি উইকেট তাঁকে আইসিসির এক নম্বর টেস্ট বোলারে পরিণত করে ৷ তাঁর সংগ্রহে রয়েছে 870 রেটিং পয়েন্ট।