জয়পুর, 24 মার্চ:ঘরের মাঠে চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস ৷ লখনউ সুপার জায়ান্টসকে হারাল সঞ্জু স্যামসন ব্রিগেড ৷ দু'দলের অধিনায়কই অর্ধশতরান করলেন, কিন্তু শেষ হাসি হাসল পিঙ্ক ব্রিগেড ৷ রবিবার জয়পুরের মাঠে রবিবাসরীয় ডবল হেডারের প্রথম ম্যাচে দু'দলেরই ম্যাচ জমে উঠেছিল ৷ টস জিতে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস ৷ সঞ্জু স্যামসন 52 বলে 82 রানে অপরাজিত থেকে যান ৷ অধিনায়কের ব্যাটে প্রতিপক্ষ লখনউকে 194 রানের লক্ষ্যমাত্রা দেয় রাজস্থান ৷
জবাবে 173 রানেই গুটিয়ে যায় লখনউ সুপার জায়ান্টস ৷ সবমিলিয়ে 20 রানে জিতে চলতি আইপিএল অভিযান শুরু করল পিঙ্ক সিটির দল ৷ রান তাড়া করতে নেমে শুরুটাই ভাল হয়নি লখনউ সুপার জায়ান্টসের। ওপেনিংয়ে কেএল রাহুল, কুইন্টন ডি'কককে সঙ্গে করে মাঠে নামেন ৷ 4 রান করেই সাজঘরে ফিরে যান প্রোটিয়া স্টাম্পার-ব্যাটার ৷ এরপরই দেবদূত পারিক্কলকে শূন্যতে ফিরতে হয় ৷ ক্রিজে রাহুলের সঙ্গে জুটি বাঁধেন নিকোলাস পুরান ৷ 44 বলে 58 রান করে সন্দীপের বলে আউট হন লখনউ অধিনায়ক ৷ পুরান 64 রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থেকে যান ৷