পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'আর ফিরব কি না জানি না', রোলাঁ গারোয় প্রস্থানের পর বললেন রাফা - NADAL UNCERTAIN ON HIS FUTURE - NADAL UNCERTAIN ON HIS FUTURE

Rafael Nadal Out of French Open: ফরাসি ওপেনে প্রথম রাউন্ডে প্রস্থান রাফায়েল নাদালের ৷ জেরেভের কাছে হেরে সোমবার প্রথম রাউন্ডেই বিদায় নিলেন তিনি ৷ একইসঙ্গে লাল সুড়কির গ্র্যান্ড স্ল্যামে আর খেলবেন কি না, তা নিয়েও রেখে গেলেন ধোঁয়াশা ৷

RAFAEL NADAL
বিদায়ের পর নাদাল (ফরাসি ওপেন-এক্স)

By PTI

Published : May 28, 2024, 11:58 AM IST

প্যারিস, 28 মে: কেরিয়ারে তাঁর মণিমানিক্যের সিংহভাগ-ই দিয়েছে লাল সুড়কির কোর্ট ৷ যার অন্যতম ফরাসি ওপেনে তাঁর সাম্রাজ্য তো দিগন্ত বিস্তৃত ৷ কিন্তু রোলাঁ গারোয় 14 বারের সেরা সেই রাফায়েল নাদাল সোমবার তাঁর প্রিয় গ্র্যান্ড স্ল্যাম থেকে বিদায় নিলেন প্রথম রাউন্ডে ৷ আলেকজান্ডার জেরেভের কাছে স্ট্রেট সেট হেরে আগামী বছর অংশগ্রহণের ব্যাপারে যে তিনি নিশ্চিত নন, তাও জানিয়ে গেলেন ৷

এদিন ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে জার্মানির আলেকজান্ডার জেরেভের কাছে নাদাল হারলেন 3-6, 6-7, 3-6 ব্যবধানে ৷ আর ম্যাচ শেষে দিনকয়েক বাদে আটত্রিশে পা রাখতে চলা স্প্যানিয়ার্ড সাফ বলেন, "জানি না এখানে এটাই আমার শেষবার কি না ৷" সেইসঙ্গে পরাজিত হওয়া সত্ত্বেও তাঁর জন্য গ্যালারিভরা সমর্থন দেখে বিস্ময় প্রকাশ করেন ফরাসি ওপেনের অবিসংবাদী নায়ক ৷

নাদাল বলেন, "আপনাদের সামনে এটাই আমার শেষবার কি না, সে ব্যাপারে নিশ্চিত নই ৷ যদি হয়ে থাকে তাহলে বলব ভীষণ আনন্দে খেলেছি ৷ সপ্তাহজুড়ে প্রস্তুতির মাঝে আপনাদের সমর্থন আমায় শক্তি জুগিয়েছে ৷ আজ আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় ৷ সবচেয়ে প্রিয় জায়গার মানুষের ভালোবাসা আমার কাছে খুব স্পেশাল ৷"

অস্ট্রেলিয়ান ওপেন থেকে আচমকা নাম প্রত্যাহারের পর চলতি বছরে ফরাসি ওপেন-ই ছিল নাদালের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ৷ কোর্টে আবির্ভাবে এদিন তাঁকে দুর্দান্তভাবে স্বাগত জানায় ফরাসি ওপেনের জনতা ৷ তাই ম্যাচে হেরেও হাসিমুখে কোর্ট ছাড়েন রাফা ৷

উল্লেখ্য, বর্ণময় কেরিয়ারে রোলা গাঁরোয় সোমবার মাত্র চতুর্থ হারের স্বাদ পেলেন নাদাল ৷ এক আগে রবিন সোডারলিং (2009) এবং নোভাক জকোভিচের (2015 ও 2021) কাছে ফরাসি ওপেনে হারতে হয়েছিল দ্বিতীয় সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে ৷

ABOUT THE AUTHOR

...view details