পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইভেন্ট থেকে সময়সূচি, একনজরে অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা - Paris Olympics 2024

Indian Participants and Their Schedule in Olympics: সরকারিভাবে 26 অগস্ট অলিম্পিক্সের বোধন, অপেক্ষায় বিশ্বের ক্রীড়াপ্রেমীরা ৷ ইতিমধ্য়েই গেমস ভিলেজে পৌঁছে গিয়েছেন বহু অ্য়াথলিট ৷ ভারত এবার কোন কোন ইভেন্টে অংশ নেবে ও তার সময়সূচি কখন তা জানুন বিস্তারিত ৷

Indians in Paris Olympics
একনজরে অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 4:45 PM IST

নয়াদিল্লি, 23 জুলাই:টোকিয়ো অলিম্পিক্সে 1টি সোনা, 2টি রুপো এবং চারটি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় ভারত শেষ করেছিল 48তম স্থানে।সাতটি পদক জয়ে এযাবৎ অলিম্পিক্সে সেটাই ভারতের সেরা প্রদর্শনী। এবার সেই নজির ছাপিয়ে যাওয়াই লক্ষ্য ৷ আর সেই লক্ষ্যে 26 তারিখ ভালোবাসার শহরে ভারতের অ্যাথলিটরা তাঁদের সেরাটা দিতে নামছেন ৷ ভারতের ইভেন্ট থেকে সময়সূচি, একনজরে নীচে দেওয়া হল ৷

  • প্যারিস অলিম্পিক্সে ইভেন্টের তালিকা-

অ্যাকোয়াটিক্স: আর্টিস্টিক সাঁতারে দুটি ইভেন্ট, ডাইভিং, ম্যারাথন সাঁতার, ওয়াটার পোলো এবং নিয়মিত সাঁতারে 35টি।

তিরন্দাজি: 5টি ইভেন্ট

অ্যাথলেটিক্স:48টি ইভেন্টস

ব্যাডমিন্টন: 5টি ইভেন্টস

বাস্কেটবল:দুটি 5-অন-5 এবং দুটি 3-অন-3 ইভেন্ট

বক্সিং: 13টি ইভেন্ট

ব্রেকিং: 2টি ইভেন্ট

ক্যানোয়িং:6টি স্ল্যালম এবং 10টি স্প্রিন্ট ইভেন্ট

সাইক্লিং:2টি বিএমএক্স ফ্রিস্টাইল, 2টি বিএমএক্স রেসিং, 2টি মাউন্টেন বাইকিং, 4টি রোড সাইক্লিং এবং 12টি ট্র্যাক সাইক্লিং ইভেন্ট

ইকুয়েস্ট্রিয়ান: ড্রেসেজ, ইভেন্টিং এবং জাম্পিংয়ে 2টি করে ইভেন্ট

ফেন্সিং: 12টি ইভেন্টস

ফিল্ড হকি: ছেলেদের ও মেয়েদের

ফুটবল:ছেলেদের ও মেয়েদের

গল্ফ:ছেলেদের ও মেয়েদের

জিমন্যাস্টিকস:14টি আর্টিস্টিক জিমন্যাস্টিকস, 2টি রিদিমিক জিমন্যাস্টিকস এবং 2টি ট্রামপোলিন ইভেন্টস

হ্যান্ডবল: ছেলেদের ও মেয়েদের

জুডো: 15টি ইভেন্টস

মডার্ন প্যান্টাথলন:2টি ইভেন্টস

রোয়িং:14টি ইভেন্টস

রাগবি:2টি ইভেন্টস

সেইলিং: 10টি ইভেন্টস

শুটিং: 15টি ইভেন্টস

স্কেটবোর্ডিং: 4টি ইভেন্টস

স্পোর্ট ক্লাইম্বিং: 4টি ইভেন্টস

সারফিং: 2টি ইভেন্টস

টেবিল টেনিস: 5টি ইভেন্টস

তাইকোন্ডো: 8টি ইভেন্টস

টেনিস: 5টি ইভেন্টস

ট্রাইথলন: 3টি ইভেন্টস

ভলিবল: 2টি ইভেন্টস ও 2টি ইভেন্টস বিচ ভলিবলে

ভারত্তোলন: 10টি ইভেন্টস

কুস্তি: 12টি ইভেন্টস ফ্রি-স্টাইলে ও 6টি গ্রিকো-রোমান

  • এবার দেখে নিন, ভারতের অ্যাথলিটরা কোন কোন ইভেন্টে রয়েছে-

অ্যাথলেটিক্স-

পুরুষদের 3000 মিটার স্টেপলচেজ: অবিনাশ সাবলে

পুরুষদের 20 কিমি রেস-ওয়াক: অক্ষদীপ সিং, বিকাশ সিং, পরমজিৎ সিং বিস্ত

মহিলা 20 কিমি রেস ওয়াক: প্রিয়াঙ্কা গোস্বামী

মহিলাদের 3000 মিটার স্টেপলচেজ: পারুল চৌধুরি

মহিলাদের 5000 মিটার দৌড়: পারুল চৌধুরি

পুরুষদের জ্য়াভলিন থ্রো: নীরজ চোপড়া, কিশোর জেনা

ম্যারাথন রেস ওয়াক মিক্সড রিলে: অক্ষদীপ সিং এবং প্রিয়াঙ্কা গোস্বামী

পুরুষদের 4x400 মিটার রিলে: রাজেশ রমেশ, মহম্মদ আজমল, আমোজ জ্যাকব ও মহম্মদ আনাস

মহিলাদের 4x400 মিটার রিলে: রুপাল চৌধুরি, এমআরইপুভাম্মা, জ্যোতিকা শ্রা ডান্ডি ও শুভা ভেঙ্কটেশন

মহিলাদের 400 মিটার দৌড়: কিরণ পাহাল

মহিলাদের 100 মিটার হার্ডলস: জ্যোতি ইয়ারাজি

মহিলাদের জ্যাভলিন থ্রো: আন্নু রানি

পুরুষদের হাই জাম্প: সর্বেশ কুশারে

পুরুষদের ট্রিপল জাম্প: আবদুল্লাহ আবুবকর, প্রবীণ চিত্রাভেল

পুরুষেদর শটপুট: তাজিন্দর পাল সিং টুর

পুরুষেদর লং জাম্প: জেসউইন অলড্রিন

তিরন্দাজি-

পুরুষদের তীরন্দাজি: 3 জন (ধীরাজ, তরুণদীপ, প্রবীণ)

মহিলা তীরন্দাজি: 3 (দীপিকা, অঙ্কিতা, ভজন)

বক্সিং-

মহিলাদের 75 কেজি: লভলিনা বর্গহায়েন

মহিলাদের 54 কেজি: প্রীতি পাওয়ার

মহিলাদের 50 কেজি: নিখাত জারিন

পুরুষদের 51 কেজি: অমিত পাঙ্ঘল

পুরুষদের 71 কেজি: নিশান্ত দেব

মহিলাদের 57 কেজি: জেসমিন ল্যাম্বোরিয়া

শুটিং-

পুরুষদের 10 মি এয়ার রাইফেল- 2টি

পুরুষদের 50 মি রাইফেল 3 পজিশনস- 2টি

পুরুষদের ট্র্যাপ- 2টি

মহিলাদের 10 মি এয়ার রাইফেল- 2টি

মহিলাদের 50 মি রাইফেল 3 পজিশনস- 2টি

মহিলাদের ট্র্য়াপ- 2টি

পুরুষদের 10 মি এয়ার পিস্তল- 2টি

মহিলাদের 10 মি এয়ার পিস্তল- 2টি

মহিলাদের 25 মি পিস্তল- 2টি

পুরুষের 25 মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল- 2টি

পুরুষের স্কিট - 1টি

মহিলাদের স্কিট - 2টি

কুস্তি-

মহিলাদের 53 কেজি- অন্তিম পাঙ্ঘল

মহিলাদের 50 কেজি - ভিনেশ ফোগত

মহিলাদের 57 কেজি- অংশু মালিক

মহিলাদের 68 কেজি-নিশা দাহিয়া

মহিলাদের 76 কেজি- রীতিকা হুড্ডা

পুরুষদের 57 কেজি- আমান শেরাওয়াত

হকি-

পুরুষ হকিতে প্যারিস অলিম্পিক্সে 16 জন খেলোয়াড় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

সেইলিং-

বিষ্ণু সারাভানান ও নেত্রা কুমানান ৷

ইকুয়েস্ট্রিয়ান-

ভারত ব্যক্তিগত ড্রেসেজ ইভেন্টে একটি কোটা অর্জন করেছে।

টেবিল টেনিস-

ভারতীয় পুরুষ ও মহিলা উভয় দলই প্যারিস 2024-এর জন্য যোগ্যতা অর্জন করেছে।

ব্যাডমিন্টন-

পুরুষ সিঙ্গলস: এইচএস প্রণয়, লক্ষ্য সেন

মহিলা সিঙ্গলস: পিভি সিন্ধু

পুরুষ ডাবলস: সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি, চিরাগ শেট্টি

মহিলা ডাবলস: অশ্বিনী পোনাপ্পা, তানিশা কাস্ত্রো

রোয়িং-

পুরুষ সিঙ্গলস স্কালস: বলরাজ পানওয়ার

ভারত্তোলন-

মহিলাদের 49 কেজি: মীরাবাঈ চানু

টেনিস-

পুরুষ ডাবলস: রোহন বোপান্না এবং শ্রীরাম বালাজি

পুরুষ সিঙ্গলস: সুমিত নাগাল

গল্ফ-
পুরুষদের ইভেন্ট: শুভঙ্কর শর্মা, গগনজিৎ ভুলার

মহিলাদের ইভেন্ট: অদিতি অশোক, দীক্ষা ডাগর

জুডো-

মহিলাদের 78+ কেজি: তুলিকা মান

সাঁতার-

পুরুষদের 100 মিটার ব্যাকস্ট্রোক: শ্রীহরি নটরাজ

মেয়েদের 200 মিটার ফ্রি-স্টাইল: ধিনিধি দেসিঙ্ঘু

একনজরে ইভেন্ট অনুযায়ী ভারতের ক্রীড়াসূচি:

তিরন্দাজি-
25 জুলাই: মেয়েদের যোগ্যতাঅর্জন পর্ব (বেলা 1টা), পুরুষদের যোগ্যতাঅর্জন (বিকেল 5টা 45)
28 জুলাই: মেয়েদের দলগত রাউন্ড অফ 16-ফাইনাল (বেলা 1টা– রাত 9টা)
29 জুলাই: ছেলেদের দলগত রাউন্ড অফ 16-ফাইনাল (বেলা 1টা– রাত 9টা)
30 জুলাই: মেয়েদের ব্যক্তিগত বিভাগ রাউন্ড অফ 64-রাউন্ড অফ 32 (বিকেল 3টে 30 মিনিট– রাত 11টা)

ছেলেদের ব্যক্তিগত বিভাগ রাউন্ড অফ 64-রাউন্ড অফ 32 (বিকেল 3টে 30 মিনিট– রাত 11টা)
31 জুলাই: মেয়েদের ব্যক্তিগত বিভাগ রাউন্ড অফ 64-রাউন্ড অফ 32 (বিকেল 3টে 30 মিনিট– রাত 11টা)

ছেলেদের ব্যক্তিগত বিভাগ রাউন্ড অফ 64-রাউন্ড অফ 32 (বিকেল 3টে 30 মিনিট– রাত 11টা)
1 অগস্ট: মেয়েদের ব্যক্তিগত বিভাগ রাউন্ড অফ 64-রাউন্ড অফ 32 (বিকেল 3টে 30 মিনিট– রাত 11টা)

ছেলেদের ব্যক্তিগত বিভাগ রাউন্ড অফ 64-রাউন্ড অফ 32 (বিকেল 3টে 30 মিনিট– রাত 11টা)
2 অগস্ট: দলগত মিক্সড ইভেন্ট রাউন্ড অফ 16-ফাইনাল (বেলা 1টা– রাত 8টা 30 মিনিট)
3 অগস্ট: মেয়েদের ব্যক্তিগত ইভেন্ট রাউন্ড অফ 16-ফাইনাল (বেলা 1টা– সন্ধে 6টা30 মিনিট)
4 অগস্ট: ছেলেদের ব্যক্তিগত ইভেন্ট রাউন্ড অফ 16-ফাইনাল (বেলা 1টা– সন্ধে 6টা30 মিনিট)

অ্যাথলেটিক্স-

1 অগস্ট: ছেলেদের 20 কিমি রেস ওয়াক (সকাল 11টা), মেয়েদের 20 কিমি রেস ওয়াক (দুপুর 12টা 50 মিনিট)
2 অগস্ট: পুরুষদের শটপুট যোগ্যতাঅর্জন (সকাল 11টা 40 মিনিট)
3 অগস্ট: পুরুষদের শটপুট ফাইনাল (সকাল 11টা 05 মিনিট)
4 August: মহিলাদের 3000 মিটার স্টিপলচেজ প্রথম রাউন্ড (দুপুর 1টা 35 মিনিট)

পুরুষদের লং জাম্প যোগ্যতাঅর্জন (দুপুর 2টো 30 মিনিট)

5 অগস্ট: 3000 মিটার স্টিপলচেজ প্রথম রাউন্ড (সকাল 10টা 30 মিনিট),

মহিলাদের 5000 মিটার ফাইনাল

6 অগস্ট: পুরুষদের জ্যাভলিন থ্রো যোগ্যতাঅর্জন (দুপুর 1টা 50 মিনিট)

মেয়েদের 3000 মিটার স্টিপলচেজ ফাইনাল

ছেলেদের লং জাম্প ফাইনাল (রাত 11টা 50 মিনিট)

7 অগস্ট: পুরুষদের 3000 মিটার স্টিপলচেজ ফাইনাল, ম্যারাথন রেস ওয়াক মিক্সড রিলে (সকাল 11টা), মহিলাদের 100 মিটার হার্ডলস রাউন্ড 1 (দুপুর 1টা 45 মিনিট)

মহিলাদের জ্যাভলিন থ্রো যোগ্যতাঅর্জন (দুপুর 1টা 55 মিনিট), পুরুষদের হাইজাম্প যোগ্যতাঅর্জন (দুপুর 1টা 35 মিনিট), পুরুষদের ট্রিপল জাম্প যোগ্যতাঅর্জন (দুপুর 1টা 35 মিনিট)

8 অগস্ট: পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল, মহিলাদের 100 মিটার হার্ডলস রিপচেজ (দুপুর 2টো)

মহিলাদের শটপুট যোগ্যতাঅর্জন (দুপুর 1টা 55 মিনিট)

9 অগস্ট: মহিলাদের 4x400 মিটার রিলে প্রথম রাউন্ড (দুপুর 2টো 10 মিনিট)), পুরুষদের 4x400 মিটার রিলে প্রথম রাউন্ড (দুপুর 2টো 35 মিনিট), মহিলাদের 100 মিটার হার্ডলস সেমিফাইনাল (বিকেল 3টে 30 মিনিট)

মহিলাদের শটপুট ফাইনাল (সকাল 11টা 10 মিনিট), পুরুষদের ট্রিপল জাম্প ফাইনাল (সকাল 11টা 40 মিনিট)

10 অগস্ট: মহিলাদের 4x400 মিটার রিলে ফাইনাল, পুরুষদের 4x400 মিটার রিলে ফাইনাল, মহিলাদের 100 মিটার হার্ডলস ফাইনাল (রাত 11টা 15 মিনিট)

মহিলাদের জ্যাভলিন থ্রো ফাইনাল (রাত 11টা 10 মিনিট), পুরুষদের হাইজাম্প ফাইনাল (রাত 10টা 40 মিনিট)

ব্যাডমিন্টন-

27 জুলাই– 31 জুলাই: পুরুষ সিঙ্গলস গ্রুপ স্টেজ, মহিলা সিঙ্গলস গ্রুপ স্টেজ, পুরুষ ডাবলস গ্রুপ স্টেজ, মহিলা ডাবলস গ্রুপ স্টেজ (রাত 12টা 30 মিনিট– 1টা 30 মিনিট)
1 অগস্ট: পুরুষ এবং মহিলাদের কোয়ার্টার ফাইনাল (দুপুর 12টা– সন্ধে 6টা), পুরুষ ও মহিলাদের সিঙ্গলস রাউন্ড অফ 16 (বিকেল 5টা 30 মিনিট– রাত 12টা)

2 অগস্ট: মহিলাদের ডাবলস সেমিফাইনাল (দুপুর 12টা থেকে), পুরুষদের ডাবলস সেমিফাইনাল (দুপুর 2টো 20 থেকে), পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল (রাত 9টা থেকে)

3 অগস্ট: মেয়েদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল (দুপুর 12টা থেকে), মহিলাদের ডাবলসে পদক জয়ের ম্যাচ (সন্ধে 6টা 30 মিনিট থেকে)
4 অগস্ট: মেয়েদের সিঙ্গলস সেমিফাইনাল (দুপুর 12টা থেকে), ছেলেদের সিঙ্গলস সেমিফাইনাল (দুপুর 2টো 20 মিনিট থেকে)

পুরুষদের ডাবলসে পদক জয়ের ম্যাচ (সন্ধে 6টা 30 মিনিট থেকে)
5 অগস্ট: মেয়েদের সিঙ্গলসে পদক জয়ের ম্য়াচ (দুপুর 1টা 15 মিনিট থেকে), পুরুষদের সিঙ্গলসে পদক জয়ের ম্য়াচ (সন্ধে 6টা থেকে)

বক্সিং-

27-30 জুলাই: রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16 প্রিলিমিনারি
31 জুলাই– 11 অগস্ট: কোয়ার্টার ফাইনাল-ফাইনাল

ইকুয়েস্ট্রিয়ান-

30 জুলাই: ড্রেসেজ ব্যক্তিগত (ডে-1)
31 জুলাই: ড্রেসেজ ব্যক্তিগত (ডে-2)
4 অগস্ট: ড্রেসেজ ব্যক্তিগত গ্রাঁ পি ফ্রি-স্টাইল

হকি-

27 জুলাই: ভারত বনাম নিউজিল্যান্ড (রাত 9টা)
29 জুলাই: ভারত বনাম আর্জেন্তিনা (বিকেল 4টে 15 মিনিট)

30 জুলাই: ভারত বনাম আয়ারল্যান্ড (বিকেল 4টে 45 মিনিট)
1 অগস্ট: ভারত বনাম বেলজিয়াম (দুপুর 1টা 30 মিনিট)
2 অগস্ট: ভারত বনাম অস্ট্রেলিয়া (বিকেল 4টে 45 মিনিট)
4 অগস্ট: পুরুষদের কোয়ার্টার ফাইনাল (দুপুর 1টা 30 মিনিট থেকে)
6 অগস্ট: পুরুষদের সেমিফাইনাল (বিকেল 5টা 30 মিনিট থেকে)
8 অগস্ট: পুরুষদের পদক জয়ের ম্যাচ (বিকেল 5টা 30 মিনিট থেকে)

গল্ফ-

1 অগস্ট: পুরুষদের প্রথম রাউন্ড (দুপুর 12টা 30 মিনিট থেকে)
2 অগস্ট: পুরুষদের দ্বিতীয় রাউন্ড (দুপুর 12টা 30 মিনিট থেকে)
3 অগস্ট: পুরুষদের তৃতীয় রাউন্ড (দুপুর 12টা 30 মিনিট থেকে)
4 অগস্ট: পুরুষদের চতুর্থ রাউন্ড (দুপুর 12টা 30 মিনিট থেকে)
7 অগস্ট: মহিলাদের প্রথম রাউন্ড (দুপুর 12টা 30 মিনিট থেকে)
8 অগস্ট: মহিলাদের দ্বিতীয় রাউন্ড (দুপুর 12টা 30 মিনিট থেকে)
9 অগস্ট: মহিলাদের তৃতীয় রাউন্ড (দুপুর 12টা 30 মিনিট থেকে)
10 অগস্ট: মহিলাদের চতুর্থ রাউন্ড (দুপুর 12টা 30 মিনিট থেকে)

জুডো-
1 অগস্ট: মহিলাদের 78+ কেজি রাউন্ড অফ 32-ফাইনাল (দুপুর 1টা 30 থেকে)

রোয়িং-
27 জুলাই: পুরুষ সিঙ্গলস স্কালস হিট (দুপুর 12টা 30 থেকে)
28 জুলাই: পুরুষ সিঙ্গলস স্কালস রিপচেজ (দুপুর 1টা থেকে)
29 জুলাই: পুরুষ সিঙ্গলস স্কালস সেমিফাইনাল E/F (দুপুর 1টা থেকে)

30 জুলাই: পুরুষ সিঙ্গল স্কালস কোয়ার্টার ফাইনাল (দুপুর 1টা থেকে)
31 জুলাই: পুরুষ সিঙ্গল স্কালস সেমিফাইনাল C/D (দুপুর 1টা 20 মিনিট থেকে)
1 অগস্ট: পুরুষ সিঙ্গল স্কালস সেমিফাইনাল A/B (দুপুর 1টা 20 মিনিট থেকে)
2 অগস্ট: পুরুষ সিঙ্গল স্কালস ফাইনাল (দুপুর 1টা)

সেইলিং-

1-5 অগস্ট: পুরুষদের ডিঙ্ঘি রেস 1-10
6 অগস্ট: পুরুষদের ডিঙ্ঘি মেডেল রেস
1-5 August: মহিলাদের ডিঙ্ঘি রেস 1-10
6 August: মহিলাদের ডিঙ্ঘি মেডেল রেস

শুটিং-
27 জুলাই: 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম যোগ্যতাঅর্জন (দুপুর 12টা 30 মিনিট থেকে), 10 মিটার এয়ার রাইফেল পদকজয়ের রাউন্ড (দুপুর 2টো থেকে), 10 মিটার এয়ার পিস্তল যোগ্যতাঅর্জন (দুপুর 2টো থেকে), 10 মিটার এয়ার পিস্তল যোগ্যতাঅর্জন (বিকেল 4টে থেকে)
28 জুলাই: মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল যোগ্যতাঅর্জন (দুপুর 12টা 45 মিনিট থেকে), পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলের ফাইনাল (দুপুর 1 টা), পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলের যোগ্যতাঅর্জন (দুপুর 2টো 45 মিনিট), মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ফাইনাল (বিকেল 3টে 30 মিনিট)
29 জুলাই: পুরুষদের ট্র্যাপ ইভেন্টের যোগ্যতাঅর্জন– ডে 1 (দুপুর 12টা 30 মিনিট), 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম যোগ্যতাঅর্জন (দুপুর 12টা 45 মিনিট), মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনাল (দুপুর 1টা), পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনাল (বিকেল 3টে 30 মিনিট)
30 জুলাই: পুরুষদের ট্র্যাপ ইভেন্টের যোগ্যতাঅর্জন– ডে 2 (দুপুর 1 টা),

মহিলাদের ট্র্যাপ ইভেন্টের যোগ্যতাঅর্জন– ডে 1 (দুপুর 1টা), 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম পদকজয়ের ম্যাচ, পুরুষদের ট্র্যাপ ইভেন্টের ফাইনাল (সন্ধে 7টা)
31 জুলাই: পুরুষদের 50 মিটার রাইফেল থ্রি-পজিশনস যোগ্যতাঅর্জন (দুপুর 12টা 30 মিনিট), মহিলাদের ট্র্যাপ ইভেন্টের যোগ্যতাঅর্জন– ডে 2 (দুপুর 12টা 30 মিনিট), মহিলাদের ট্র্যাপ ইভেন্টের ফাইনাল (সন্ধে 7টা)

1 অগস্ট: পুরুষদের 50 মিটার রাইফেল থ্রি-পজিশনস ফাইনাল (দুপুর 1টা), মহিলাদের 50 মিটার রাইফেল থ্রি-পজিশনস যোগ্যতাঅর্জন (বিকেল 3টে 30 মিনিট)

2 অগস্ট: পুরুষদের স্কিটের যোগ্যতাঅর্জন- ডে 1 (দুপুর 12টা 30 মিনিট), মহিলাদের 25 মিটার পিস্তল কোয়াল, প্রিশিসন (দুপুর 12টা 30 মিনিট)

মহিলাদের 50 মিটার রাইফেল থ্রি-পজিশনসের ফাইনাল (দুপুর 1 টা)

3 অগস্ট: পুরুষদের স্কিটের যোগ্যতাঅর্জন -ডে 2 (দুপুর 1টা), মহিলাদের স্কিটের যোগ্যতাঅর্জন -ডে 1 (দুপুর 1টা), মহিলাদের 25 মিটার পিস্তলের ফাইনাল (দুপুর 1টা), পুরুষদের স্কিট ফাইনাল (সন্ধে 7টা)

4 অগস্ট: পুরুষদের 25 মিটার ব়্যাপিড ফায়ার পিস্তল কোয়াল- স্টেজ 1 (দুপুর 12টা 30 মিনিট), মহিলাদের স্কিটের যোগ্যতাঅর্জন -ডে 2 (দুপুর 1টা), মহিলাদের স্কিট ফাইনাল (সন্ধে 7টা)

5 অগস্ট: স্কিট মিক্সড টিম যোগ্যতাঅর্জন (দুপুর 12টা 30 মিনিট), পুরুষদের 25 মিটার ব়্যাপিড ফায়ার পিস্তল ফাইনাল (দুপুর 1টা), স্কিট মিক্সড টিম পদকজয়ের ম্যাচ (সন্ধে 6টা 30 মিনিট)

সাঁতার-
28 জুলাই: পুরুষদের 100 মিটার ব্যাকস্ট্রোক হিট (দুপুর 2টো 30মিনিট), পুরুষদের 100 মিটার ব্যাকস্ট্রোক সেমিফাইনাল, মহিলাদের 200 মিটার ফ্রি-স্টাইল হিট (দুপুর 2টো 30 মিনিট), মহিলাদের 200 মিটার ফ্রি-স্টাইল সেমিফাইনাল

29 জুলাই: পুরুষদের 100 মিটার ব্যাকস্ট্রোক ফাইনাল, মহিলাদের 200 মিটার ফ্রি-স্টাইল ফাইনাল

টেবল টেনিস-

27 জুলাই: পুরুষ-মহিলাদের সিঙ্গলস প্রিলিমিনারি-রাউন্ড অফ 64 (সন্ধে 6টা 30 মিনিট থেকে)

28 জুলাই: পুরুষ-মহিলাদের সিঙ্গলস রাউন্ড অফ 64 (দুপুর 1টা 30 মিনিট)
29 জুলাই: পুরুষ-মহিলাদের সিঙ্গলস রাউন্ড অফ 64 এবং 32 (দুপুর 1টা 30 মিনিট থেকে)

30 জুলাই: পুরুষ-মহিলাদের সিঙ্গলস রাউন্ড অফ 32 (দুপুর 1টা 30 মিনিট থেকে)
31 জুলাই: পুরুষ-মহিলাদের সিঙ্গলস রাউন্ড অফ 16 (সন্ধে 6টা 30 মিনিট থেকে)
1 অগস্ট: পুরুষ-মহিলাদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল (দুপুর 1টা 30 মিনিট থেকে)
2 অগস্ট: পুরুষ-মহিলাদের সিঙ্গলস সেমিফাইনাল (বিকেল 5টা থেকে)
3 অগস্ট: মহিলা সিঙ্গলসে পদক জয়ের ম্যাচ (বিকেল 5টা থেকে)

4 অগস্ট: পুরুষ সিঙ্গলসে পদক জয়ের ম্যাচ (বিকেল 5টা থেকে)
5 অগস্ট: পুরুষ-মহিলাদের দলগত ইভেন্ট রাউন্ড 16 (দুপুর 1টা 30 মিনিট থেকে)
6 অগস্ট: পুরুষ-মহিলাদের দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনাল (সন্ধে 6টা 30 মিনিট থেকে)
7 অগস্ট: পুরুষ-মহিলাদের দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনাল, পুরুষদের দলগত সেমিফাইনাল (দুপুর 1টা 30মিনিট)
8 অগস্ট: পুরুষ-মহিলাদের সেমিফাইনাল (দুপুর 1টা 30মিনিট থেকে)
9-10 অগস্ট: পুরুষ-মহিলাদের দলগত ইভেন্টে পদকজয়ের ম্যাচ (দুপুর 1টা 30মিনিট থেকে)

টেনিস-
27-28 জুলাই: পুরুষ সিঙ্গলস এবং পুরুষ ডাবলসের প্রথম রাউন্ড (বিকেল 3টে 30 মিনিট থেকে)

29 জুলাই: পুরুষ সিঙ্গলস এবং পুরুষ ডাবলসের দ্বিতীয় রাউন্ড (বিকেল 3টে 30 মিনিট থেকে)
30 জুলাই: পুরুষ সিঙ্গলস দ্বিতীয় রাউন্ড এবং পুরুষ ডাবলসের তৃতীয় রাউন্ড (বিকেল 3টে 30 মিনিট থেকে)
31 জুলাই: পুরুষ সিঙ্গলস তৃতীয় রাউন্ড এবং পুরুষ ডাবলসের সেমিফাইনাল (বিকেল 3টে 30 মিনিট থেকে)

1 অগস্ট: পুরুষ সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল (বিকেল 3টে 30 মিনিট থেকে)
2 অগস্ট: পুরুষ সিঙ্গলস সেমিফাইনাল, পুরুষ ডাবলস পদকজয়ের ম্যাচ (বিকেল 3টে 30 মিনিট থেকে)
3 অগস্ট: পুরুষ সিঙ্গলস পদকজয়ের ম্যাচ (বিকেল 3টে 30 মিনিট থেকে)

ভারত্তোলন-
7 অগস্ট: মহিলাদের 49 কেজি (রাত 11টা থেকে)

কুস্তি-
5 অগস্ট: মহিলাদের 68 কেজি রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল

6 অগস্ট: মহিলাদের 68 কেজি সেমিফাইনাল ও পদকজয়ের ম্যাচ, মহিলাদের 50 কেজি রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল
7 অগস্ট: মহিলাদের 50 কেজি সেমিফাইনাল-পদকজয়ের ম্যাচ, মহিলাদের 53 কেজি রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল

8 অগস্ট: মহিলাদের 57 কেজি রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল, মহিলাদের 53 কেজি সেমিফাইনাল ও পদক জয়ের ম্যাচ

পুরুষদের 57 কেজি রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল

9 অগস্ট: মহিলাদের 57 কেজি সেমিফাইনাল-পদক জয়ের ম্যাচ, পুরুষদের 57 কেজি সেমিফাইনাল-পদক জয়ের ম্যাচ

মহিলাদের 62 কেজি রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল

10 অগস্ট: মহিলাদের 76 কেজি রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল, মহিলাদের 62 কেজি সেমিফাইনাল এবং পদক ম্যাচ

11 অগস্ট: মহিলাদের 76 কেজি রাউন্ড সেমিফাইনাল ও পদক জয়ের ম্যাচ

কতগুলো দেশ অংশগ্রহণ করছে:সর্বমোট 184টি দেশের প্রায় 10,500 জন অ্যাথলিট অংশ নিচ্ছেন এবারের অলিম্পিক্সে ৷ এমন বহু দেশ রয়েছে যাঁরা কেবল একজন অ্যাথলিটকেই পাঠাচ্ছে গেমসের জন্য ৷ 588 জন অ্যাথলিট নিয়ে তালিকার শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ সাসপেন্ড থাকায় বেলারুশ এবং রাশিয়ার অ্যাথলিটরা অংশ নিচ্ছেন নিরপেক্ষ হিসেবে ৷

অলিম্পিক্স ভেন্যু:মূলত প্যারিসে অনুষ্ঠিত হলেও কিছু স্পোর্টস ইভেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে লিলি, মার্সেই, লিয়ঁ, নিস, নান্তেসের মত জায়গাগুলিকে ৷ তালিকায় রয়েছে আরও বেশ কিছু নাম ৷সার্ফিং ইভেন্ট অনুষ্ঠিত হবে তাহিতি'তে, যা মূল ইভেন্ট থেকে প্রায় 10,000 মাইল দূরে ৷

ABOUT THE AUTHOR

...view details