পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'প্রেমের ফাঁদ পাতা অলিম্পিক্সে', সোনা জয়ের পর প্রেমিকাকে আংটি পরালেন চিনা শাটলার - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

CHINESE BADMINTON PLAYER PROPOSES HIS SHUTTLER GF: প্রেমের শহর প্যারিস মিলিয়ে দিল দুই চিনা শাটলারকে ৷ মিক্সড ডাবলসে সোনা জিতে ফিরে শুক্রবার বয়ফ্রেন্ডের প্রেমের প্রস্তাব পেলেন চিনের কিয়ং ইয়া হুয়ান ৷

CHINESE BADMINTON PLAYER PROPOSES HIS SHUTTLER GF
কিয়ংকে আংটি পরাচ্ছেন লিউ (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 3, 2024, 4:53 PM IST

প্যারিস, 3 অগস্ট: রবি ঠাকুর যথার্থই লিখেছিলেন, "প্রেমের ফাঁদ পাতা ভুবনে/ কে কোথা ধরা পড়ে কে জানে ৷" এই যেমন শুক্রবার 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' অলিম্পিক্সের মঞ্চে সোনা জয়ের পর পার্টনারকে হাঁটু গেড়ে প্রেমের প্রস্তাব দিলেন চিনা শাটলার ৷ সবমিলিয়ে প্রেমের শহরে ভালোবাসার এহেন খবর এখন শিরোনামে ৷

এবার আসা যাক পুরো ঘটনায় ৷ শনিবার ব্যাডমিন্টনের মিক্সড ডাবলসে ওয়েই সি ঝেংকে সঙ্গে নিয়ে সোনা জেতেন কিয়ং ইয়া হুয়ান ৷ তাঁর সোনাজয়ের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায় পদকগ্রহণ অনুষ্ঠানের পর ৷ কিয়ংয়ের কোনও ধারণাই ছিল সোনা জয়ের পর সাজঘরে ডায়মন্ড অপেক্ষা তাঁর জন্য ৷ সোনা জিতে ফিরতেই হিরের আংটি এবং ফুলের বুকে হাতে কিয়ংয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়েন তাঁর বয়ফ্রেন্ড ইউচেন লিউ ৷ তারপর প্রেমের শহরে আংটি পরিয়ে প্রিয়জনকে প্রেমের প্রস্তাব দিয়ে বসেন তিনি ৷ যিনি আবার গত অলিম্পিক্সের রুপোজয়ীও বটে ৷

লিউ'য়ের এমন সারপ্রাইজে যারপরনাই হতবাক হয়ে যান কিয়ং ৷ লিউ'য়ের প্রেমের প্রস্তাবে সম্মতি দেওয়া ছাড়া আর কোনও রাস্তা ছিল না সোনাজয়ী শাটলারের কাছে ৷ তিনি বয়ফ্রেন্ডের প্রেমের প্রস্তাবে হ্যাঁ করতেই এক সুন্দর মুহূর্ত তৈরি হয় অলিম্পিক্সের মঞ্চে ৷ এমনকী মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ যা এখন ভাইরাল ক্রীড়াদুনিয়ায় ৷

পুরুষ সিঙ্গলসে গত অলিম্পিক্সে পদক জিতলেও ইউচেন লিউ এবার অলিম্পিক্সে পদক জিততে ব্যর্থ ৷ ডাবলসে অংশগ্রহণ করলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাঁদের ৷ তাই মিক্সড ডাবলসে গার্লফ্রেন্ডের সাফল্যকেই প্রেমের প্রস্তাব দেওয়ার সেরা সময় হিসেবে বেছে নেন লিউ ৷ কোরিয়ান জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে এদিন ব্যাডমিন্টনের মিক্সড ডাবলসে সোনা জিতে নেয় ওয়েই-কিয়ং জুটি ৷

ABOUT THE AUTHOR

...view details