নয়াদিল্লি, 9 নভেম্বর: গতমাসের শুরুর দিকে জার্মান কোচ ক্লস বার্তোনিৎজের সঙ্গে পাঁচবছরের সম্পর্কে দাড়ি টেনেছিলেন ৷ নতুন বছরে নয়া কোচের সঙ্গে শুরু করার ইঙ্গিত দিয়েছিলেন নীরজ চোপড়া ৷ মাস ঘুরতে না-ঘুরতেই কিংবদন্তিকে কোচ করে আনলেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার ৷ 'দ্য গ্রেটেস্ট শো আর্থে' তিনবারের সোনাজয়ী চেক প্রজাতন্ত্রের জ্যান জেলেজনি'কে শনিবার নতুন কোচ হিসেবে ঘোষণা করলেন নীরজ ৷ কেবল অলিম্পিক্স চ্য়াম্পিয়ন কিংবা বিশ্বরেকর্ডের অধিকারী নন, জেলেজনি দীর্ঘদিন ধরে নীরজের আইকনও বটে ৷
ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের কোচ হিসেবে চেক কিংবদন্তির বেতন অবশ্য বহন করবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের 'টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম' ৷ জেলেজনিকে নয়া কোচ হিসেবে ঘোষণায় প্য়ারিস অলিম্পিক্সে রুপোজয়ী বলেন, "আমি ছোটবেলা থেকেই ওনার (জেলেজনি) নির্ভুল টেকনিকের অনুরাগী ৷ ওনার বর্শা ছোড়ার প্রচুর ভিডিয়ো আমি দেখেছি ৷ উনি এই খেলায় বহুবছর ধরে শীর্ষস্থান দখল করে রেখেছেন ৷ সুতরাং, এই বিষয়ে তাঁর জ্ঞানের তুলনা হয় না ৷ তাছাড়া আমাদের দু'জনের থ্রোয়ের ধরন অনেকটা এক ৷ সুতরাং, জ্য়ানকে পাশে পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের ৷ আমি চাইব কেরিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে ৷ আমার আর তর সইছে না ৷"