কটক, 10 ফেব্রুয়ারি: ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে কটকে সিরিজ জিতে নিয়েছে ভারত ৷ যা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ৷ কিন্তু ভারতের সাফল্যেও রবিবার মুখ পুড়েছে কটকের বারাবাটি স্টেডিয়ামের ৷ স্টেডিয়ামের একটি বাতিস্তম্ভের আলো 30 মিনিটেরও বেশি বন্ধ থাকায় বিঘ্নিত হয় ভারত-ইংল্যান্ড ম্যাচ ৷ ঘটনায় ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে শো-কজ করল সে রাজ্যের সরকার ৷
রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে রবিবারের ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে ওড়িশা সরকার ৷ রাজ্যের ক্রীড়া দফতরের তরফে এই মর্মে একটি চিঠি দেওয়া হয়েছে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ৷ যেখানে বলা হয়েছে, "বাতিস্তম্ভের আলো নিভে যাওয়ার ঘটনায় 30 মিনিট বন্ধ ছিল ম্যাচ ৷ যা ক্রিকেটার এবং দর্শকদের মধ্যে অসন্তোষ তৈরি করে ৷ সেই কারণে ওসিএ'কে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে ৷ ঘটনার পিছনে কোনও ব্যক্তি বা সংস্থা জড়িত আছে কি না, খুঁজে বার করতে হবে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি না-ঘটে ৷"