পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাতিস্তম্ভ 'দুর্ঘটনায়' ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে শো-কজ সরকারের - FLOODLIGHT MALFUNCTION AT BARABATI

বারাবাটিতে বাতিস্তম্ভের আলো নিভে যাওয়ার ঘটনায় পদক্ষেপ ওড়িশা সরকারের ৷ রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাজে বিস্তারিত ব্য়াখ্যা চাওয়া হল ৷

FLOODLIGHT MALFUNCTION AT BARABATI STADIUM
বারাবাটিতে বাতিস্তম্ভের আলো বন্ধ (ANI)

By ETV Bharat Sports Team

Published : Feb 10, 2025, 5:40 PM IST

কটক, 10 ফেব্রুয়ারি: ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে কটকে সিরিজ জিতে নিয়েছে ভারত ৷ যা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ৷ কিন্তু ভারতের সাফল্যেও রবিবার মুখ পুড়েছে কটকের বারাবাটি স্টেডিয়ামের ৷ স্টেডিয়ামের একটি বাতিস্তম্ভের আলো 30 মিনিটেরও বেশি বন্ধ থাকায় বিঘ্নিত হয় ভারত-ইংল্যান্ড ম্যাচ ৷ ঘটনায় ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে শো-কজ করল সে রাজ্যের সরকার ৷

রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে রবিবারের ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে ওড়িশা সরকার ৷ রাজ্যের ক্রীড়া দফতরের তরফে এই মর্মে একটি চিঠি দেওয়া হয়েছে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ৷ যেখানে বলা হয়েছে, "বাতিস্তম্ভের আলো নিভে যাওয়ার ঘটনায় 30 মিনিট বন্ধ ছিল ম্যাচ ৷ যা ক্রিকেটার এবং দর্শকদের মধ্যে অসন্তোষ তৈরি করে ৷ সেই কারণে ওসিএ'কে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে ৷ ঘটনার পিছনে কোনও ব্যক্তি বা সংস্থা জড়িত আছে কি না, খুঁজে বার করতে হবে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি না-ঘটে ৷"

ক্রীড়াদফতরের পাঠানো চিঠি (ODISHA GOVERNMENT)

তবে প্রাথমিকভাবে বাতিস্তম্ভের আলো নিভে যাওয়ার যে কারণ সামনে এসেছে, সেখানে বলা হয়েছে সংশ্লিষ্ট বাতিস্তম্ভের টাওয়ারের সঙ্গে সংযুক্ত একটি জেনারেটর কাজ বন্ধ করে দেওয়ায় এমন বিপত্তি ৷ পরিবর্ত জেনারেটরটি আনতে খানিকটা সমস্যায় পড়তে হয় ৷ সে কারণেই ম্য়াচ 35 মিনিট বন্ধ থাকে ৷ রবিবারের ঘটনা পরবর্তীতে কটকে হাইভোল্টেজ ম্য়াচ আয়োজনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ৷ তড়িঘড়ি তাই পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার ৷ দশদিনের মধ্যে বিপত্তির কারণ দর্শাতে বলা হয়েছে ৷

বিপত্তি বাঁধে রবিবার দ্বিতীয় ইনিংস অর্থাৎ, ভারতের ব্য়াটিংয়ের সময় ৷ ছ'ওভার শেষ হতেই স্টেডিয়ামের একটি বাতিস্তম্ভের আলো নিভে যায় ৷ দ্রুত তা ফিরলেও একটি বল পর পুনরায় তা নিভে যায় ৷ দু'দলই এরপর মাঠ ছাড়ে ৷ এরপর প্রায় আধঘণ্টার প্রচেষ্টায় আলো ফিরলে ফের মাঠে নামে দুই দল ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details