প্যারিস, 5 অগস্ট:ফিনিশ লাইন অতিক্রম করে জয়ের আনন্দে চেঁচিয়ে উঠেছিলেন কিশানে থম্পসন ৷ জামাইকান স্প্রিন্টার ভেবেছিলেন ফেভারিট তকমায় সিলমোহর দিয়ে বাজিটা তিনিই মেরে দিয়েছেন ৷ কিন্তু চূড়ান্ত ফলাফলে দেখা গেল এক সেকেন্ডের পাঁচ হাজার ভগ্নাংশে থম্পসনকে ছাপিয়ে গিয়েছেন নোয়া লাইলস ৷ তবে দু'জনেই রবিবার দৌড় শেষ করেন 9.79 সেকেন্ডে ৷
না-জিততে পেরে হতাশ আবার একইসঙ্গে খুশি বোল্টের উত্তরসূরি ৷ থম্পসন বলেন, "আমার থেকে সোনা চেয়েছিল সমগ্র জামাইকা ৷ কারণ জয়ীদেরই সকলে মনে রাখে ৷" চলতি মরশুমে সবচেয়ে জোরে দৌড়নোর রেকর্ড সঙ্গে নিয়েও পোডিয়াম টপে শেষ করতে না-পেরে হতাশ থম্পসন জানান, তিনি প্রথমটায় ভেবেছিলেন খুব কাছাকাছি হলেও তিনিই জিতেছেন ৷ এমনকী সে সময় পাশে এসে লাইলসও নাকি তাঁকে আশা দিয়ে বলেন, "তুমিই জিতেছ ৷"
এ প্রসঙ্গে সোনাজয়ী লাইলস বলেন, "আমার মনে হয়েছিল থম্পসনই শেষে বাজি মেরেছে ৷ এমনকী আমি ওকে বলছিলাম, 'ভাই, তুমিই বড় দানটা মেরে দিলে ৷ ঠিক সে সময়ই স্ক্রিনে আমার নামটা ভেসে ওঠে আর আমি মনে মনে বলে উঠি, এটা অসম্ভব ব্য়াপার ৷'" সোনা জিততে না-পারলেও উসেইন বোল্টের পর পুরুষদের 100 মিটারে পোডিয়াম ফিনিশ করা জামাইকান থম্পসন ৷ রুপো জিতে থম্পসন জানান, তাঁর বাহ্যিক প্রকাশ খুব বেশি না-হলেও এই রুপো জয়ে তিনি আনন্দিত ৷
অন্যদিকে জাস্টিন গ্যাটলিনের 20 বছর পর ফের মার্কিন যুক্তরাষ্ট্র পেল গ্রহের দ্রুততম মানব ৷ কেরিয়ার বেস্ট 9.784 সেকেন্ডে শেষ করে প্যারিস থেকে সোনা আনছেন তিনি ৷ ছাপিয়ে গিয়েছেন 2004 এথেন্সে গ্যাটলিনের (9.81 সেকেন্ড) সোনা জয়ের সময়কেও ৷ 100 মিটার জিতে লাইলসের চোখ এবার 200 মিটারে ৷ সেখানেও সোনা জিতে বোল্টের সঙ্গে একাসনে বসার সুযোগ লাইলসের সামনে ৷ (এপি ইনপুট)