পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'গুরু' গম্ভীরের দলে থাকবেন না ব্যাটিং বিশেষজ্ঞ ! বোলিং কোচের পদে একাধিক মুখের লড়াই - Gautam Gambhir Support Staff

Gautam Gambhir Coaching Team: গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর, নিজের পছন্দের কোচিং প্যানেল তৈরি করতে চাইছেন ৷ সেইমতো, বিসিসিআই'কে নিজের পছন্দের তালিকাও দিয়েছেন তিনি ৷ যে তালিকায় রয়েছে মর্নি মর্কেলের মতো নাম ৷ তবে, বিসিসিআই দেশীয় মুখে আস্থা রাখছে ৷ এ নিয়ে নামপ্রকাশে অনিচ্ছুক বিসিসিআই'য়ের বিশেষ সূত্রের সঙ্গে কথা বললেন, ইটিভি ভারতের সঞ্জীব গুহ ৷

ETV BHARAT
গৌতম গম্ভীর (ছবি- গৌতম গম্ভীর এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 4:02 PM IST

Updated : Jul 12, 2024, 9:37 PM IST

কলকাতা, 12 জুন: গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের কোচ হবেন, এটা যেমন 'ওপেন সিক্রেট' ছিল ৷ তেমনই গম্ভীরের সহকারীদের তালিকাও যে তাঁরই পছন্দের হবে, সেটাও একপ্রকার 'ওপেন সিক্রেট' বলা চলে ৷ সেইমতো ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সুপারিশও করেছেন 'গুরু' গম্ভীর ৷ তবে, বিসিসিআই-এর এক বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, সেই তালিকা নিয়ে রয়েছে 'কিন্তু'! গম্ভীরের দেওয়া তালিকার সব নামে এখনই সিলমোহর দিচ্ছে না বিসিসিআই ৷

ইটিভি ভারতকে বিসিসিআই-এর ওই সূত্র জানিয়েছেন, গৌতম গম্ভীর ভারতীয় দলে কোনও ব্যাটিং কোচ রাখছেন না ৷ সেক্ষেত্রে তিনিই হেড কোচের পাশাপাশি, ব্যাটিং বিশেষজ্ঞের কাজ করবেন ৷ বদলে অ্যাসিস্ট্যান্ট বা সহকারী কোচ নিয়োগ করা হবে ৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা গৌতম গম্ভীরের নাইট রাইডার্সরের প্রাক্তন সতীর্থ অভিষেক নায়ারের নাম এক্ষেত্রে সবার উপরে রয়েছে ৷ জানা গিয়েছে, অভিষেক নায়ারের নাম প্রায় চূড়ান্ত ৷ সেখানে দ্বিতীয় কোনও নাম আলোচনায় উঠে আসেনি ৷

বিসিসিআই সূত্র বলেন, "সহকারী কোচ হিসেবে অভিষেক নায়ারের নাম উঠে এসেছে ৷ ওর নামটি প্রায় নিশ্চিত ৷" বিসিসিআই সূত্র জানাচ্ছে, লখনউ সুপার জায়ান্টসে তাঁর কোচিং দলের সদস্য মর্নি মর্কেলকে ভারতের বোলিং কোচ হিসেবে চেয়েছেন গৌতম গম্ভীর ৷ তবে, বোলিং কোচ নিয়ে গম্ভীরের প্রস্তাবকে এখনও চূড়ান্ত করেনি বিসিসিআই ৷ বোর্ড অফিসিয়ালদের তরফে এনিয়ে কোনও কথা এখনও বলা হয়নি ৷ বরং, প্রাক্তন তিন ভারতীয়ের নাম বোলিং কোচের তালিকায় রয়েছে

বিসিসিআই সূত্রের দাবি, "লক্ষ্মীপতি বালাজি, বিনয় কুমার এবং জাহির খানের নাম বোলিং কোচ হিসেবে প্রস্তাব করা হয়েছে ৷" ভারতীয় দলের কোচ ও সাপোর্ট স্টাফদের ইন্টারভিউের মাধ্যমে নিয়োগ করে সিএএ কমিটি ৷ কিন্তু, শোনা যাচ্ছে গম্ভীরের সহকারীদের নিয়োগে সিএএ-র ভূমিকা নাও থাকতে পারে ৷ অর্থাৎ, সরাসরি অ্যাসিস্ট্যান্ট কোচ, বোলিং কোচ এবং ফিল্ডিং কোচের নাম ঘোষণা করা হতে পারে বিসিসিআই'য়ের তরফে ৷ ঠিক যেমনটা হয়েছিল, রাহুল দ্রাবিড়ের ভারতীয় দলের কোচের পদে নিয়োগের ক্ষেত্রে ৷ সেই সময় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচের পদে বসিয়েছিলেন ৷

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটে গ্যারি কার্স্টেনের পর বিদেশি কোচ হিসেবে ডানকান ফ্লেচারকে আনা হয়েছিল ৷ কিন্তু, তিনি সফল তা বলা যায় না ৷ এমনকি কার্স্টেনের আগে গ্রেগ চ্যাপেল 'পর্ব' সকল ক্রিকেট অনুরাগীদের মনে রয়েছে ৷ ফলে টিম ম্যানেজমেন্টে বিদেশি কোচ ঢোকানোয় ঘোরতর আপত্তি রয়েছে বোর্ডের ৷ ফলে গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফে মর্নি মর্কেলের সামিল হওয়া নিয়ে প্রশ্ন থাকছে ৷ সেক্ষেত্রে প্রাক্তন তিন ভারতীয় পেসারের মধ্যে একজনের ভাগ্যে বোলিং কোচের শিকে ছিঁড়তে পারে ৷

Last Updated : Jul 12, 2024, 9:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details