মুম্বই, 4 মার্চ: ব্যাটে-বলে দুরন্ত শার্দূল ঠাকুর ৷ জাতীয় দলের তারকার জমাটি পারফর্ম্যান্সের সুবাদে তাদের 48তম ফাইনালে মুম্বই ৷ সেমি-ফাইনালে তামিলনাড়ুকে কার্যত উড়িয়ে দিল ‘রাহানে অ্যান্ড কোং’ ৷ ওয়াংশিটন সুন্দর, বিজয় শংকর-সমৃদ্ধ তামিলনাড়ুকে ইনিংস ও 70 রানে হারিয়ে দিল রঞ্জি ইতিহাসের সবচেয়ে সফল দল ৷ 10 মার্চ, রবিবার 42তম শিরোপার সন্ধানে নামবেন পৃথ্বী শ, মুসির খানরা ৷
গতকাল দুরন্ত সেঞ্চুরি করে মুম্বইকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছিলেন শার্দূল ঠাকুর ৷ শ্রেণির ক্রিকেটে প্রথম শতরানের স্বাদ পান বছর বত্রিশের মুম্বই ক্রিকেটার ৷ দলের পেস বোলিং অল-রাউন্ডারকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন তানুশ কতিয়ান ৷ শার্দূলের 109 ও কতিয়ানের 89 রানের সুবাদে প্রথম ইনিংসে 232 রানের লিড নেয় মুম্বই ৷ যা টপকে জয়ের জায়গায় পৌঁছনো কার্যত অসম্ভব ছিল তামিলনাড়ুর কাছে ৷ কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় লক্ষ্যমাত্রা ছুঁতেও পারল না দু’বারের রঞ্জি জয়ীরা ৷ 162 রানেই থেমে গেল সাই কিশোরের দল ৷
সাই সুদর্শন (5 রান), নারায়ণ জগদীশন (0), ওয়াশিংটন সুন্দরের (4 রান) মিলিত অবদান 9 রান ৷ টপ-অর্ডারের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে যায় তামিলনাড়ু ৷ চার নম্বরে নামা বাবা ইন্দ্রজিথ (70 রান) চেষ্টা করলেও আর ঘুরে দাঁড়াতে পারেনি দল ৷ মিডল অর্ডারের বাকিরা কেউই 30 পেরোতে পারেননি ৷