কলকাতা, 17 ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের হয়ে ঈশান কিষানের রঞ্জি ট্রফিতে না-খেলা নিয়ে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ বারবার বলা সত্ত্বেও কেন বোর্ডের নির্দেশ মেনে রাজস্থানের বিরুদ্ধে তিনি রঞ্জি ট্রফিতে খেলছেন না, তা অজানা ৷ তবে, মুকেশ কুমার ভারতীয় দল থেকে রিলিজ পেয়েই বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে বিহারের বিরুদ্ধে খেলতে নেমে পড়েছেন ৷ বৃহস্পতিবার রাত দশটায় শহরে পা দিয়েছেন ৷ তারপর শুক্রবার সকালে ইডেনে আগুনে বোলিং করলেন মুকেশ ৷ দিনের শেষে মুকেশ জানাচ্ছেন তিনি সুযোগ পেলেই বাংলার হয়ে খেলতে মুখিয়ে থাকেন ৷ তাই শহরে পা দিয়েই বাংলার ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছেন ৷ এরপর বোর্ডের সিদ্ধান্ত এবং নির্দেশ অনুযায়ী তিনি খেলবেন ৷
রাজ্যের হয়ে রঞ্জি ট্রফিতে নামলেও, ভারতীয় দলের পারফরম্যান্সের দিকে নজর রয়েছে মুকেশের ৷ 98 টেস্টে পাঁচশো উইকেট নেওয়ার কৃতিত্ব রাজকোটে দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর এই কৃতিত্বের দিনে ভারতীয় ড্রেসিংরুমে না থাকার আক্ষেপ রয়েছে মুকেশের ৷ 37 বছর বয়সি ভারতীয় অফস্পিনারকে কিংবদন্তি বলতে দ্বিধা নেই তাঁর ৷ যে কোনও ম্যাচের আগে অশ্বিনের প্রস্তুতি শিক্ষণীয় বলে মনে করেন তিনি ৷ দীর্ঘদিন ধরে আর্ন্তজাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়ালেও অশ্বিন এখন নিজেকে নিখুঁত করার ব্যাপারে খুতখুতে বলে জানিয়েছেন মুকেশ ৷
বাংলার পেসার বলেন, "এনসিএ-তে ওর বিরুদ্ধে নেটে ব্যাট করেছিলাম ৷ সবসময় নতুন কিছু করার চেষ্টা করতে থাকে ৷ কোন বল করলে, কী হবে, তা নিয়ে ভাবনা কাজ করে ওর মধ্যে ৷ ভারতীয় দলের ড্রেসিরুমে না-থাকার আক্ষেপ রয়েছে ৷ তবে, আমি এখানে বাংলার ড্রেসিংরুমে থেকেও খুশি ৷ বিশ্বকাপের আগে এনসিএ-তে ব্যাট করার সময় দেখেছি, কোন বল কতটা ঘুরেছে তা নিয়ে জানতে চাইত ৷ ব্যাটসম্যানকে নিয়ে ক্রমাগত কাঁটাছেড়া করা এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে বল করেন অশ্বিন ৷ কোনও সন্দেহ নেই অশ্বিন কিংবদন্তি ৷"
ঘরোয়া ক্রিকেট থেকে আর্ন্তজাতিক ক্রিকেট আঙিনায় নিজেকে মেলে ধরার সুযোগ ৷ ইতিমধ্যেই নজর কাড়ার চেষ্টা মুকেশের পারফরম্যান্সে ৷ কতটা বদলাতে হয়েছে বোলিং ? মুকেশ বলছেন, "রোটেশন, ল্যান্ডিং চেঞ্জ করতে হয়েছে ৷ আর তা করেছি পরামর্শ মেনে ৷ তাতে বোলিংয়ে যথেষ্ট বদল এসেছে ৷ আমি এই বদলে যাওয়া বোলিং বজায় রাখতে চাই ৷" প্রায় একই সঙ্গে নিজের প্রাত্যহিক জীবনে বদল আসার কথাও শিকার করেছেন মুকেশ ৷ কারণ ভারতীয় জার্সিতে তিন ধরনের ক্রিকেটে নিয়মিত খেলছেন তিনি ৷