কলকাতা, 7 নভেম্বর: কলকাতায় পা দিয়ে নিজের খেলোয়াড়ি জীবনে ফিরে গেলেন মোনালিসা বড়ুয়া । আটের দশকের মাঝামাঝি সময়ে ভারতীয় টেবিল টেনিস যাঁদের ঘিরে আবর্তিত হত, মোনালিসা তাঁদের অন্যতম । এই শহরে বহু স্মরণীয় ম্যাচ খেলেছেন । জয়ন্ত পুশিলাল মেমোরিয়াল স্টেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে এসে তাই কমলেশ মেহতার স্ত্রী এবং প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন নস্টালজিক ।
বাংলার টেবিল টেনিসের প্রতিভার খাজানা সম্পর্কে আজও শ্রদ্ধাশীল তিনি । প্রয়াত দ্রোনাচার্য কোচ জয়ন্ত পুশিলালের কোচিং দক্ষতাকে কুর্ণিশ করলেন । বড়বাজার যুবক সংঘের কোর্টে প্রথম দিন খেলোয়াড়ী প্রতিযোগিতা টপকে নস্টালজিয়ায় মোড়া সারাটা দিন । এক কথায় জয়ন্ত পুশিলাল মেমোরিয়াল স্টেট টেবিল টেনিস টুর্নামেন্টে প্রথম দিনেই দারুণ সাড়া । 12 নভেম্বর পর্যন্ত চলবে এই বছরের রাজ্য চ্যাম্পিয়নশিপ । দেড় হাজারের বেশি খেলোয়াড় বড়বাজার যুবক সংঘের বোর্ডে খেতাবি লড়াইয়ে মুখোমুখি । প্রথম দিন মূলত 19টি দলের টিম ইভেন্টের খেলা হয়েছে । বুধবার দ্বিতীয় দিন চারটে দলগত বিভাগের ফাইনাল হয়েছে ।
শুক্রবার থেকে ব্যক্তিগত ইভেন্ট শুরু হবে । হাওড়া জেলার প্রতিনিধিত্ব করছেন অঙ্কুর ভট্টাচার্য । ইতালিতে আর্ন্তজাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা থাকলেও ভিসা সমস্যার জন্য অনিশ্চয়তা তৈরি হয়েছে । ফলে গতবছরের রাজ্য চ্যাম্পিয়ন অঙ্কুর এবার পুরো প্রতিযোগিতায় খেলবেন । পুরুষ বিভাগ ছাড়াও অনুর্ধ্ব 19 বিভাগে অংশ নিচ্ছে অঙ্কুর । ছেলেদের বিভাগে অঙ্কুর ছাড়া উল্লেখযোগ্য নাম শঙ্খদীপ দাস, বোধিসত্ত্ব চৌধুরী, ঐশিক ঘোষ, তমাল বল্লভ, অনির্বাণ ঘোষ, পুনিত বিশ্বাস, অনিকেত সেন চৌধুরীরা খেতাবি দৌড়ে রয়েছেন ।