কলকাতা, 14 ডিসেম্বর: মোহনবাগান ফুটবলাররা প্রস্তুতিতে নামার আগে সাজঘরের বাইরে ঘুরে বেড়াচ্ছেন । হঠাৎই বেরিয়ে আসলেন গ্রেগ স্টুয়ার্ট । লোহার বেড়ার এপারে উৎসুক চোখে হাজির সবুজ-মেরুন সমর্থকরা । স্কটিশ মিডফিল্ডারকে দেখেই চিৎকার একটা সই বা একটা সেলফির জন্য। হতাশ করেননি গ্রেগ স্টুয়ার্ট ।
তাঁর বাঁ-পায়ের পাস বা শট বিপক্ষের দুঃস্বপ্ন । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তিনিই হতে পারতেন হোসে মোলিনার নিউক্লিয়াস । কিন্তু হাঁটুর চোটে কাবু স্টুয়ার্টকে বাইরে রেখে দল সাজাচ্ছে সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক । আসলে স্টুয়ার্টকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নন মোহনবাগান সুপার জায়ান্ট । জয়ের হ্যাটট্রিক করে আইএসএলে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে মোহনবাগান । কিন্তু সুখের সংসারেও খচখচ করছে কাঁটা । গত দু’দিনে প্রায় পুরো সময়টা সাইডলাইনেই কাটিয়েছেন গ্রেগ স্টুয়ার্ট । জানা যাচ্ছে, তাঁর চোট এখনও পুরোপুরি সারেনি । তাই প্রথম একাদশে শুরু করবেন দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকলারেন ।