পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

একমাসের ব্যবধানে ডার্বি, ডুরান্ডে কবে মুখোমুখি হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গল? - Durand Cup

Kolkata Derby in Durand Cup: এমরশুমে ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী 27 জুলাই থেকে ৷ চলবে 31 অগস্ট পর্যন্ত। সব মিলিয়ে 24টি দল এবারের ডুরান্ড কাপে অংশ নেবে। সূত্রের খবর, গত মরশুমের মতোই ডুরান্ড কাপে একই গ্রুপে থাকতে পারে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এসজি। ফলত ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ কবে?

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 12:48 PM IST

Kolkata Derby in Durand Cup
মোহনবাগান-ইস্টবেঙ্গল (ফাইল ছবি)

কলকাতা, 4 জুলাই: ডার্বির মাধ্যমে টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে আগ্রহী আয়োজকরা। আর সেই কারণে অসুবিধায় পড়তে পারে ইস্টবেঙ্গল এফসি। মরশুমের শুরুতেই এক মাসের ব্যবধানে দু'বার ডার্বি। আগামী 13 জুলাই কলকাতা লিগের ডার্বির পর 18 অগস্ট সম্ভবত ফের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্টের।

ডুরান্ড কাপে অংশগ্রহণকারী 24টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। একই গ্রুপে সম্ভবত রয়েছে ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট। গত কয়েক বছরের মতো এবারও গ্রুপ সুপার 'এ' মোহনবাগান জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি একই গ্রুপে থাকছে। এই দুই দল ছাড়া শোনা যাচ্ছে এই গ্রুপে রয়েছে ডাউনটাউন হিরোজ এফসি ও ইন্ডিয়ান এয়ারফোর্স এফসি। কিন্তু এই গ্রুপ বিন্যাসে শুরুতেই ডার্বি নিশ্চিত করতে গিয়ে আয়োজক ডুরান্ড কমিটি ইস্টবেঙ্গলকে সমস্যায় ফেলেছে।

কারণ 14 অগস্ট এএফসি কাপের প্রথম ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে ইস্টবেঙ্গল। ফলে আর্ন্তজাতিক ম্যাচ খেলার তিনদিন পরেই ডার্বিতে নামতে হবে লাল-হলুদকে। মঙ্গলবার মধ্যরাতে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত এবং তার সহকারীরা শহরে চলে এসেছেন। এসেছেন সাউল ক্রেসপো ইতিমধ্যে ক্লেইটন সিলভা আগেই কলকাতায় এসেছেন। নবাগত দিমিত্রিওস দিয়ামান্টাকোস কয়েক দিনের মধ্যেই আসতে চলেছেন। বৃহস্পতিবার থেকে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের প্রস্তুতি শুরু হতে চলেছে। ডুরান্ড কাপের সূচি প্রকাশ নিয়ে ইস্টবেঙ্গল এখনই কোনও মন্তব্য করতে রাজি নন। তবে কোচের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে অবস্থান জানানো হবে।

আগামী 27 জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ। 31 অগস্ট হবে ফাইনাল ম্যাচ। গতবছরের মত কলকাতার দু'টি স্টেডিয়ামে যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে হবে ডুরান্ড কাপের ম্যাচ। কোয়ার্টার ফাইনাল হবে কোকরাঝাড়, জামশেদপুরে। তবে দু'টি সেমিফাইনাল ও ফাইনাল হবে যুবভারতীতে।

কলকাতা লিগে দুই প্রধানই রিজার্ভ দল খেলাচ্ছে। ডুরান্ড কাপকে প্রি-সিজন টুর্নামেন্ট হিসেবে ধরে সমস্ত আইএসএল ক্লাবগুলো। এই টুর্নামেন্টে তাই প্রায় প্রথম দলই খেলায় ক্লাবগুলো। ফলে খাতায় কলমে মরশুমের প্রথম ডার্বি 13 জুলাই হলেও, 18 অগস্টেই ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাদের প্রকৃত শক্তি প্রদর্শনের খেলা দেখবে।

ABOUT THE AUTHOR

...view details