কলকাতা, 1 ফেব্রুয়ারি: মাঠ এবং মাঠের বাইরে প্রতিপক্ষ বেকায়দায় জেনেও হোসে মোলিনা সতর্ক। শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং। আপাতদৃষ্টিতে পয়েন্ট টেবিলে সবচেয়ে নীচে থাকা দলের বিরুদ্ধে লড়াই লিগ টপারদের। কিন্তু মোলিনা জানেন আত্মতুষ্টির ভাইরাস দলে সংক্রমিত হলেই বিপদ। তাই লিগ শিল্ড জয় কার্যত সময়ের অপেক্ষা হলেও ফুটবলারদের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ বাগানের হেডস্যর।
মিনি ডার্বিতে নামার আগে মোলিনা বলছেন, "এখনও লিগ শেষ হতে ছ'টি ম্যাচ বাকি। অবশ্যই আমরা সুবিধাজনক জায়গায় রয়েছি। কিন্তু এখনও অনেকটা পথ বাকি রয়েছে বলে মনে করি। তাই আমাদের মনে শুধুমাত্র মহামেডান স্পোর্টিং ম্যাচ। অন্যকিছু নয় ৷" তাঁর কথায়, "পয়েন্ট টেবিলে অবস্থানের দিক থেকে অবশ্যই দু'টো দলের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু ডার্বিতে মহামেডান জ্বলে ওঠার চেষ্টা করবে। জেতার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে।"
শনিবারের ম্যাচে অনিরুদ্ধ থাপা যে খেলবেন না, তাও মোলিনা জানিয়েছেন। অনিশ্চয়তা রয়েছে ডিফেন্ডার টম আলড্রেডের খেলা নিয়েও। স্প্যানিশ ডিফেন্ডার গত দু'দিন বল নিয়ে অনুশীলনের বদলে ফিজিয়োর কাছে বেশি ব্যস্ত ছিলেন। তিনি না-পারলে আলবার্তো রড্রিগেজের সঙ্গে দীপেন্দু বিশ্বাসকে খেলতে দেখা যাবে। তবে চোট-আঘাতের ছোটখাটো প্রতিকূলতা সরিয়ে সেরা দলই যে মিনি ডার্বিতে নামবে, সে ব্যাপারে আশ্বস্ত করেছেন মোলিনা।