পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ছন্নছাড়া ফুটবল ! কালীঘাট এমএসের বিরুদ্ধে লজ্জার হার মহমেডানের - CFL 2024 - CFL 2024

Kolkata Premier Division League: কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের তৃতীয় ম্যাচে হার সদ্য আইএসএলে উত্তীর্ণ হওয়া মহামেডান স্পোর্টিংয়ের ৷ কলকাতা লিগ চ্যাম্পিয়নদের পারফরম্যান্স গ্রাফ এবার প্রথম থেকেই নিচের দিকে ৷

Kolkata Premier Division League
কালীঘাট এমএসের বিরুদ্ধে হার মহমেডান স্পোর্টিংয়ের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 7:10 PM IST

কলকাতা, 5 জুলাই: কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের তৃতীয় ম্যাচে পরাজিত মহমেডান স্পোর্টিং ৷ টানা তিন বারের কলকাতা লিগ চ্যাম্পিয়নদের পারফরম্যান্স গ্রাফ প্রথম থেকেই নিচের দিকে ৷ প্রথম ম্যাচে উয়াড়ির বিরুদ্ধে 6 গোলে জিতেছিল তারা ৷ দ্বিতীয় ম্যাচে খিদিরপুরের সঙ্গে গোল শূন্য ড্র ৷ আর তৃতীয় ম্যাচে কালীঘাট মিলন সঙ্ঘের কাছে 1-2 গোলে পরাজিত মহমেডান স্পোর্টিং ৷

প্রথমার্ধের অগোছালো ফুটবল হাকিম সেসেনজেন্ডোর দলের ৷ যার সুযোগ নিয়ে একের পর এক আক্রমণ তৈরি করে কালিঘাট এমএস ৷ বিশেষ করে তুষার বিশ্বকর্মা এবং তামাং দোরজি একের পর আক্রমণে মহমেডান স্পোর্টিং রক্ষণকে বেকায়দায় ফেলে দেন ৷ তারই ফলস্বরূপ 39 এবং 41 মিনিটে পরপর দু’টো গোল করে যান তামাং দোরজি ৷ দু’টি ক্ষেত্রেই সাদাকালো রক্ষণ স্থবির হয়ে কার্যত দাঁড়িয়ে ছিল ৷ প্রথম গোলের ক্ষেত্রে তুষার বিশ্বকর্মার ব্যাক সেন্টার থেকে গড়ানো শটে গোল তামাং দোরজির ৷ দ্বিতীয়টির ক্ষেত্রে মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু পাস ধরে প্রতিপক্ষ ডিফেন্ডারকে আড়ালে রেখে গোল করে যান তামাং দোরজি ৷

বিরতির আগেই দু-গোলে পিছিয়ে পড়ার মধ্যে ছিল অশনি সংকেত ৷ তাই দ্বিতীয়ার্ধে মহমেডান এসসি মরিয়া আক্রমণ চালালেও, সঞ্জয় মাণ্ডি এবং কৌশিক সরকারের দাপুটে ফুটবলের সামনে যাবতীয় সাদা-কালো আক্রমণ ফিকে হয়ে যায় ৷ ম্যাচের শেষ দিকে ইসরাফিল দেওয়ানের গোলে ব্যবধান কমায় মহমেডান স্পোর্টিং ৷ এই সময় অন্তত ড্র করে একটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চেয়েছিল তন্ময় ঘোষ, সজল বাগরা ৷ কিন্তু, প্রতিপক্ষ রক্ষণ ভাঙতে তারা দুই প্রান্ত দিয়ে আক্রমন হানার বদলে, কেবলমাত্র ডানদিক থেকে আক্রমণ করতে থাকে ৷ ফলে সুবিধা হয়ে গিয়েছিল কালিঘাট এমএস রক্ষণের ৷

প্রথম ম্যাচে যে সজল বাগ, কিমা, জেনস সিং অ্যাসলেদের ভয়ঙ্কর মনে হচ্ছিল ৷ কিন্তু, সময় গড়াতেই তাঁরা ক্রমেই যেন দিশেহারা হয়ে যান ৷ প্রতিদিন ছন্নছাড়া ফুটবল উপহার দিয়ে চলেছেন ৷ অন্যদিকে, কালিঘাট এমএস প্রতিবছরই প্রতিভাবান ভূমিপুত্রদের দল গড়ে, প্রতিপক্ষ বড় দলের দুঃস্বপ্ন হয়ে ওঠে ৷ এবার যে তার ব্যতিক্রম হবে না, তা শুক্রবারের মহমেডান স্পোর্টিং ম্যাচে দেখা গেল ৷

তিন ম্যাচে একটি জয়, একটি ড্র, একটি হার ৷ এখনও সাদা-কালো শিবিরে কোচ বদলের হাওয়া ওঠেনি ৷ অবস্থার উন্নতি না হলে, সেই হাওয়া ওঠা কিন্তু সময়ের অপেক্ষা ৷ একইভাবে সমর্থকদের রোষে পড়লেন ক্লাব কর্তা এবং ফুটবলাররা ৷ তাদের কটূক্তি করতে শোনা গেল ৷ আর তার পরেই পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে মহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details