হায়দরাবাদ, 4 মার্চ:এ এক ঐতিহাসিক মুহূর্ত! প্রথমবারের জন্য প্যারিস অলিম্পিক্সে টেবিল টেনিসের মহিলা ও পুরুষ দল 2024 প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করেছে ৷ পারফরম্যান্সের ভিত্তিতে টেবিল টেনিসের উভয় দল যোগ্যতা অর্জন করেছে প্যারিস অলিম্পিক্সে ৷ গত মাসে বুসানে টিটি ওয়ার্ল্ড টিম চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষ হওয়ার পর, প্যারিস অলিম্পিক্সের জন্য বাছাইপর্ব শুরু হয় ৷ তারপরই সোমবার আসে এই সুখবর ৷ এই মহিলা দলে দেখা যাবে বাংলার দুই মেয়ে ঐহিকা ও সুতীর্থা মুখোপাধ্যায়কে ৷
এনিয়ে ভারতীয় প্যাডলার শরথ কমল এদিন এক্স হ্যান্ডেলে তাঁর একটি ছবি পোস্ট করেছেন ৷ তাতে ক্যাপশান হিসেবে লিখেছেন, "অলিম্পিক্সে দলগতভাবে খেলার যোগ্যতা অর্জন করল ভারত ৷ আমি অনেক দিনধরে কিছু চাই ৷ অলিম্পিক্সে আমার পঞ্চমবারের জন্য যেতে চলেছি ৷ তবে তা সত্ত্বেও এবারটা একটু বিশেষ ৷ আমাদের মহিলা দলকে ধন্যবাদ যারা একটি ঐতিহাসিক জয় পেলেন ৷" উল্লেখ্য, গত মাসে দক্ষিণ কোরিয়ার বুসানে আয়োজিত বিশ্ব দলগত টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরষ দল প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছিল। সেখানে 15 নম্বরে থাকায় শরথ কমল, হরমিত দেশাই, সাথাইয়ান গনেনসেকারান-রা প্যারিসের টিকিট পেলেন।
প্রসঙ্গত, বুসানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ লিগে চিন, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ডের কাছে হারলেও নিউ জিল্যান্ড ও চিলিকে হারিয়ে তিন নম্বরে শেষ করে প্লে-অফে উঠেছিল। প্লে-অফে কাজাখাস্তানকে 3-0 হারিয়ে শেষ ষোলো রাউন্ডে উঠেছিলেন শরথ কমল-রা। এরপর অবশ্য প্রি-কোয়ার্টারে ভারতীয় পুরুষ দল 0-3 এ হেরে যায় শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে। সেখানে ঐহিকা মুখোপাধ্যায়-মণিকা বাত্রারা কোয়ার্টার ফাইনালে ওঠেন। ভারত পাঁচটি বিভাগেই প্রতিনিধিত্ব পাঠাচ্ছেন। প্যারিস অলিম্পিকে টিটি-তে মোট পাঁচটা বিভাগে খেলা হবে-
1.পুরুষদের সিঙ্গলস
2.মহিলাদের সিঙ্গলস
3.মিক্সড ডবলস