পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্যারিসে ফের ‘মনু’সংহিতা ! ফের ফাইনালে ভাকের, শনি’তে পদকজয়ের হ্যাটট্রিক ? - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Manu Bhaker Reaches 3rd Final: তৃতীয়বার ফাইনালে নামবেন মনু ভাকের ৷ 590 পয়েন্ট নিয়ে 25 মিটার পিস্তলের ফাইনালে পৌঁছেছেন ইতিমধ্যেই দু’টি পদক জিতে ফেলা শুটার ৷

Manu Bhaker
মনু ভাকের (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Aug 2, 2024, 5:13 PM IST

Updated : Aug 2, 2024, 7:26 PM IST

প্যারিস, 2 অগস্ট: মহিলাদের 25 মিটার পিস্তল যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত মনু ভাকের ৷ যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় হয়ে ফাইনালে পৌঁছলেন ইতিহাস গড়ে ফেলা শুটার ৷ প্রিসিশন ও ব়্যাপিড ফায়ার রাউন্ডের তিনটি সিরিজ মিলিয়ে 590 পয়েন্ট পেয়েছেন প্যারিসে 'ডাবল ডিলাইট' মনু ভাকের ৷ যদিও কোয়ালিফাই করতে পারেননি এষা সিং ৷ 18 নম্বরে থেকে যোগ্যতা অর্জন পর্ব শেষ করেন ভারতীয় শুটার ৷

প্যারিসে এর মধ্যেই জোড়া পদক তুলে প্রথম ভারতীয় হিসেবে নয়া কীর্তি গড়েলেন মনু ৷ 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জের পর সরবজোৎ সিংকে নিয়ে 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টেও ব্রোঞ্জ পকেটে পুরেছেন ঝজ্জরের মেয়ে ৷ এবার 25 মিটার এয়ার পিস্তলে পদক এলে ফের নয়া কীর্তির মালকিন হবেন মনু ৷

মনু প্রিসিশন স্টেজে 294 করেন, ব়্যাপিড রাউন্ডে তোলেন দ্রুত 296 । প্রিসিশন রাউন্ডে ভালো করেছিলেন এশাও ৷ 291 স্কোর করেন তিনি ৷ ব়্যাপিড রাউন্ডে 290 স্কোর করেন ৷ ওই পারফরম্যান্সের কারণেই তিনি ইভেন্টের ফাইনালে উঠতে পারেননি ৷ এশা প্রিসিশনের পরে তৃতীয় স্থানে ছিলেন, ব়্যাপিড রাউন্ডে ব়্যাপিড রাউন্ডে পিছিয়ে পড়েন তিনি । দুর্দান্তভাবে নার্ভ ধরে রাখেন মানু ৷ টোকিয়োতে পিস্তল সমস্যায় ছিটকে যাওয়ার পর এবার অনবদ্য পারফর্ম্যান্স দিয়েছেন তিনি ৷

শনিবার দুপুর 1টা থেকে 25 মিটার এয়ার পিস্তলের ফাইনালে খেলবেন মনু ভাকের ৷ ওই ম্যাচে জিততে পারলে প্যারিসে এটি হবে তাঁর তৃতীয় পদক ৷ এক অলিম্পিক্স দু’টি পদক জেতার কৃতিত্ব আগেই অর্জন করেছেন, এবার তৃতীয় পদক জিতলে ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন ভাকের ৷

Last Updated : Aug 2, 2024, 7:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details