লখনউ, 19 এপ্রিল:এই বয়সেও এত জোর... ভাবা যায়... ৷ লখনউ স্টেডিয়াম থেকে ক্রিকেট বিশ্ব একথাটাই ভাবছে ৷ 9 বলে 28 রানের ইনিংস 3টি বাউন্ডারি ও 2টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ৷ যত বয়স বাড়ছে তত যেন ব্যাটে ও বলের আওয়াজটা জোরালো হচ্ছে ৷ আসলে তিনি যে মহেন্দ্র সিং ধোনি ৷ 42 বছর বয়সে তাঁর এই দাপুটে মার দেখে আপ্লুত আট থেকে আশি ৷ মুখ, চোখে তাঁর কিছুই বোঝা যায় না ৷ তবে গর্জন হয় ব্যাটে ৷ এদিন আইপিএলের ইতিহাসে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে 5000 রানের মালিক হলেন মহেন্দ্র সিং ধোনি ৷
ইয়েলো ব্রিগেডের সাত নম্বর জার্সির পারফরম্যান্সে 20 ওভার শেষে চেন্নাইয়ের স্কোর 176/6 ৷ তবে এই স্কোরের মালিক বেশিরভাগটাই জাদেজা ৷ 40 বলে 57 রান করে অপরাজিত থেকে গিয়েছেন তিনি ৷ অর্ধশতরান পূরণে ঘুরিয়েছেন ব্যাটও ৷ পাশাপাশি অপরাজিত থেকে গিয়েছেন ধোনিও ৷ এদিন ঘরের মাঠে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক কে এল রাহুল ৷ প্রতিপক্ষ অধিনায়কের সিদ্ধান্ত মতো প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের ৷ ওপেনিংয়ে নেমে রাচিন রবীন্দ্র শূন্যতে সাজঘরে ফেরেন ৷ অধিনায়ক রুতুরাজ করেন মাত্র 17 রান ৷