পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'লক্ষ্যে' আরও একধাপ, 4 নম্বরকে হারিয়ে আত্মপ্রকাশে প্রি-কোয়ার্টারে সেন - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

LAKSHYA SEN QUALIFIED IN PRE-QUARTER FINAL: অলিম্পিক্স আত্মপ্রকাশে প্রি-কোয়ার্টারে পৌঁছে গেলেন লক্ষ্য সেন ৷ বিশ্বের চার নম্বরকে স্ট্রেট গেমে মাটি ধরালেন ভারতীয় শাটলার ৷

LAKSHYA SEN
প্রি কোয়ার্টারে লক্ষ্য সেন (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Jul 31, 2024, 3:51 PM IST

Updated : Jul 31, 2024, 4:02 PM IST

প্যারিস, 31 জুলাই: প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছতে জিততেই হত গ্রুপ পর্বের শেষ ম্য়াচ ৷ সামনে ছিলেন বিশ্বের 4 নম্বর শাটলার জোনাথন ক্রিস্টি ৷ পিছু না হটে প্রতি-আক্রমণে হেঁটে বাজিমাত করে গেলেন লক্ষ্য সেন ৷ বুধবার প্রবল প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়ে শুধু ম্য়াচ জয়ই নয়, সেইসঙ্গে অলিম্পিক্স আত্মপ্রকাশে প্রি-কোয়ার্টারে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার ৷ পিভি সিন্ধুর পর ভারতের দ্বিতীয় শাটলার হিসেবে চলতি অলিম্পিক্সের রাউন্ড অফ 16'য় পা রাখলেন তিনি ৷

লক্ষ্য এদিন জিতলেন 21-18, 21-12 ব্যবধানে ৷ প্রথম গেম লড়াই হল তুল্যমূল্য ৷ সেখানে পেন্ডুলামের মত দুলল দুই শাটলারের ভাগ্য ৷ শুরুতে এগিয়েছিলেন ক্রিস্টি ৷ ভারতীয় শাটলারকে কার্যত কোণঠাসা করে এগিয়ে গিয়েছিলেন 8-2 ব্যবধানে ৷ সেখান থেকে অসাধ্য সাধন করেন লক্ষ্য ৷ বিশ্বের চার নম্বরের বিরুদ্ধে টানা 7 পয়েন্ট সংগ্রহ করে 9-8 ব্যবধানে এগিয়ে যান তিনি ৷ সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই সেয়ানে সেয়ানে টক্কর জিতে প্রথম গেম নিজের নামে করে নেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ৷ প্রথম গেম 21-18 ব্যবধানে বাজিমাত করেন লক্ষ্য ৷

এরপর দ্বিতীয় গেমে আত্মবিশ্বাসের চূড়ায় ছিলেন আলমোরার শাটলার ৷ শুরু থেকেই লিড নিতে থাকেন ৷ পক্ষান্তরে প্রথম গেমে হারের হতাশা কাটিয়ে উঠতে ব্যর্থ হন ক্রিস্টি ৷ দ্বিতীয় গেমে বিশ্বের 22 নম্বরের বিরুদ্ধে চার নম্বরের অসহায় আত্মসমর্পণের সাক্ষী থাকে প্য়ারিস ৷ 6-3 ব্যবধানে লক্ষ্য এগিয়ে গেলে ইন্দোনেশিয়ার শাটলার কামব্যাকের চেষ্টা করেছিলেন বটে ৷ কিন্তু পয়েন্টের নিরাপদ ব্যবধান বজায় রেখে 21-12 ব্যবধানে দ্বিতীয় গেমও জিতে নেন লক্ষ্য ৷ সেইসঙ্গে অলিম্পিক্স অভিষেকে পৌঁছে যান প্রি-কোয়ার্টারে ৷

কেভিন কর্ডন নাম প্রত্যাহার করে নেওয়ায় গ্রুপের প্রথম ম্য়াচ জিতেও পয়েন্ট 'ডিলিট' হয়েছিল ভারতীয় এই শাটলারের ৷ তারপরেও ফোকাস নড়তে দেননি লক্ষ্য ৷ দ্বিতীয় ম্য়াচে বেলজিয়ামের জুলিয়েন ক্যারাগিকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়েছিলেন ভারতীয় শাটলার ৷ জিতেছিলেন 21-19, 21-14 ব্যবধানে ৷

Last Updated : Jul 31, 2024, 4:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details