পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কলকাতার ইউরো যোগ ! স্পেনের জার্সিতে প্রাক্তন ছাত্রদের দেখে গর্বিত বাগানের লিগজয়ী কোচ - Kibu Vicuna Euro Connection - KIBU VICUNA EURO CONNECTION

Kibu Vicuna Euro Connection: স্পেনের জার্সিতে প্রাক্তন ছাত্রদের দুরন্ত ফুটবল দেখে গর্বিত কিবু ভিকুনা ৷ ডায়মন্ডহারবার এফসির কোচের দায়িত্ব সামলানো মানুষটি নিয়মিত ইউরো কাপের ম্যাচ দেখছেন ৷ ফাইনালে স্পেনের মুখোমুখি ইংল্যান্ড ৷ যে দ্বৈরথে তিনি এগিয়ে রাখছেন নিজের দেশকে ৷

Kibu Vicuna EURO Cup Connection
কিবু ভিকুনা (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 12:58 PM IST

কলকাতা, 12 জুলাই: কলকাতার ইউরো যোগ ! ফুটবলপ্রেমী বাঙালির রাতভোর জেগে খেলা দেখার কারণে, ইউরো যোগের কথা বলা হচ্ছে না ৷ অনেকেই জানেন না, বর্তমান স্পেন দলটির একাধিক ফুটবলারকে গড়ে তোলার পিছনে রয়েছে বর্তমানে কলকাতার ক্লাব কোচিংয়ে যুক্ত কিবু ভিকুনার অবদান ৷ মোহনবাগানকে শেষবারের মতো আই লিগ উপহার দিয়েছিলেন তিনি ৷

কলকাতা ফুটবল ও তার সমর্থকদের ভালোবাসেন ৷ বর্তমানে ডায়মন্ডহারবার এফসির কোচের দায়িত্ব সামলানো মানুষটি নিজের দেশের ইউরো অভিযান নিয়ে উচ্ছ্বসিত ৷ নিয়মিত রাত জেগে খেলা দেখছেন ৷ একই সঙ্গে প্রাক্তন ছাত্রদের পারফরম্যান্সে গর্বিত হচ্ছেন ৷ তিনি বলেন, "আমি মিকেল মেরিনোর সঙ্গে কাজ করেছি ৷ প্রথম দিনেই বুঝেছিলাম বিরাট সম্ভাবনা রয়েছে ওর মধ্যে ৷ আমি এর আগে ওসাসুনাতে স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য জাভি মার্টিনেজের সঙ্গে কাজ করেছি ৷ স্প্যানিশ লিগে 600 ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন রাউল গার্সিয়া, চেলসির প্রাক্তন অধিনায়ক এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ী সিজার আজপিলিকুয়েটা, আর্সেনালের প্রাক্তন অধিনায়ক এবং স্পেনের হয়ে দু’বার বিশ্বকাপে খেলা নাচো মনরিয়েলকে কোচিং করিয়েছি ৷ মিকেল মেরিনো একইরকম সম্ভাবনাময় ৷"

প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন, "রাইট ব্যাক কারভাহাল এবং ডিফেন্সিভ মিডফিল্ডার তাদের জায়গায় সেরা ফুটবলার ৷ এছাড়া আক্রমণাত্মক মিডফিল্ডার দানি ওলমো রয়েছেন ৷ স্পেনের ভালো খেলার অন্যতম কারণ লেফট ব্যাক কুকুরেলা এবং ফ্যাবিয়ান রুইজের দুরন্ত ফুটবল ৷ কিন্তু, এই ইউরো স্মরণীয় হয়ে থাকবে উইঙ্গার নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামালের অসাধারণ ফুটবলের জন্য। স্পেন এখন মিডফিল্ডার নির্ভর দল থেকে উইঙ্গার নির্ভর দলে পরিণত হয়েছে ৷"

স্পেনের জার্সিতে ষোলো বছরের ইয়ামালের পারফরম্যান্সে অনেকেই ভবিষ্যতের তারকার ইঙ্গিত পাচ্ছে ৷ কিবু ভিকুনা বলছেন, "মেসি একজনই হয় ৷ আমার মতে সর্বকালের সেরা ফুটবলার ৷ এটা ঠিক হবে না এখনই ইয়ামাল বা অন্যদের মেসির সঙ্গে তুলনা টেনে ৷ আমরা এখন ইয়ামালের খেলা উপভোগ করি, সেটাই ঠিক হবে ৷"

ইউরো কাপ যুদ্ধের ফাইনালে স্পেনের সামনে এখন ইংল্যান্ড ৷ কাপ যুদ্ধের শেষ ধাপে লড়াইটা সহজ হবে বলে মনে করছেন না ফুটবল পণ্ডিতরা ৷ কিবু ভিকুনারও একই সুর ৷ তিনি বলছেন, "লড়াইটা ফিফটি-ফিফটি হবে ৷ দুই দলেই একাধিক সর্বোচ্চ মানের ফুটবলার রয়েছেন ৷ তবে স্প্যানিশ জাতীয় দলের ওপর আস্থা রাখছি, কারণ ওরা ছ’টা ম্যাচ জিতেছে ৷ ইতালি, জার্মানি, ফ্রান্স এমনকি ক্রোয়েশিয়াকে হারিয়েছে ৷ অন্যদিকে ইংল্যান্ড তিনটি ম্যাচ জিতেছে ও তিনটে ড্র করেছে ৷ তাই স্পেন টুর্নামেন্টের সেরা দল সেই ব্যাপারে সন্দেহ নেই ৷"

কলকাতা লিগে দল নিয়ে চিন্তাভাবনা করলেও কিবু ভিকুনার মন পড়ে রয়েছে ইউরোতে ৷ সেখানেও তিনি তাঁর প্রাক্তন ছাত্রদের খেলা শুধু দেখছেনই না, উপভোগও করছেন ৷ আর মনে প্রাণে চাইছেন ইউরোপ সেরা হোক স্পেন ৷ তাই বলা যায়, কলকাতার ইউরোর যোগাযোগের সেতু এখন কিবু ভিকুনার মতো স্প্যানিশ ফুটবল কোচেরা ৷

ABOUT THE AUTHOR

...view details