মেলবোর্ন, 28 জানুয়ারি: প্রথম দু'সেটে দাঁড়াতেই পারেননি ৷ সেখান থেকে দুরন্ত কামব্যাকে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ঝুলিতে পুরলেন জ্যানিক সিনার ৷ 22 বছরের ইতালীয় তরুণের এটিই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় ৷ রড লেভার এরিনায় শেষ তিন সেটে প্রতিপক্ষ দানিল মেদভেদেভকে দাঁত ফোটানোর সুযোগই দিলেন না সিনার ৷ 2021 সালের ইউএস ওপেনজয়ী ফাইনালে হারলেন 6-3, 6-3, 4-6, 4-6, 3-6 ব্যবধানে ৷
সেমি-ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জকোভিচকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিলেন সিনার ৷ অন্যদিকে, শেষ চারে আলেকজান্ডার ডেরেভের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করে জিতেছিলেন মেদভেদেভ ৷ ব়্যাঙ্কিংয়ে 3 নম্বরে রয়েছেন তিনি, অন্যদিকে সিনার রয়েছে 4 নম্বরে ৷ ফলে ফাইনালে দুরন্ত লড়াই দেখার অপেক্ষায় ছিলেন টেনিসপ্রেমীরা ৷ রবিবাসরীয় হাইভোল্টেজ ম্যাচে সেটাই হল ৷ রড লেভার এরিনায় প্রথমার্ধ যদি মেদভেদেভের হয়, দ্বিতীয়ার্ধে নিজেকে ছাপিয়ে গেলেন সিনার ৷ শেষ সেটের প্রথমেই সিনার এগিয়ে গেলেও ফেরার আপ্রাণ চেষ্টা করেছিলেন মেদভেদেভ ৷ যদিও দুরন্ত ফোরহ্যান্ডে ম্যাচ শেষ করে দেন সিনার ৷ কার্যত সেয়ানে সেয়ানে কোলাকুলির শেষে শেষ হাসি হাসলেন তরুণ খেলোয়াড় ৷