কলকাতা, 23 এপ্রিল: কলকাতার কপালে ছিঁড়তে পারে আইএসএল ফাইনাল আয়োজনের ভাগ্য । মঙ্গলবার সেই ব্যাপারে হাওয়া যোগালো আইএসএলের একটি খবর । দশ বছর ধরে আইএসএল হলেও, কোনওদিন ফাইনালের আয়োজক হয়ে উঠতে পারেনি কলকাতা । যদিও দর্শক সংখ্যার উপস্থিতির নিরিখে কলকাতা সব সময়ই সবার আগে ।
চলতি বছরেও একই পরিসংখ্যান, যেখানে কলকাতার দর্শকরা মাঠে উপস্থিতির নিরিখে শীর্ষস্থানে । মোহনবাগান ফাইনালে উঠলে 60 হাজার দর্শক নিশ্চিত । অন্য দু’দল উঠলেও অন্তত তিরিশ হাজার দর্শক যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকবেন বলে সংগঠক এফএসডিএলের আশা । লিগ তালিকায় দলের অবস্থানের বিচারে ফাইনাল আয়োজনের ভার সংশ্লিষ্ট দলের শহর পাবে বলে সিদ্ধান্ত নিয়েছে এফএসডিএল ।
সেই সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে কলকাতা । কারণ, মোহনবাগান সুপার জায়ান্ট এক নম্বরে থেকে লিগ শেষ করেছে । দ্বিতীয় স্থানে ছিল মুম্বই সিটি এফসি এবং তৃতীয় স্থানে এফসি গোয়া । 4 মে আইএসএল ফাইনাল । 2014 সালে প্রথম আইএসএলের উদ্বোধনী ম্যাচ হয়েছিল কলকাতায় । তবে 10 বছরে কোনও দিনই ফাইনাল ম্যাচের দায়িত্ব পায়নি 'ভারতীয় ফুটবলের মক্কা' । কলকাতার সঙ্গে ফাইনাল আয়োজনের লড়াইয়ে রয়েছে মুম্বই এবং গোয়া । কারণ, শেষ চারের লড়াই আজ থেকে শুরু হচ্ছে ।