কলকাতা, 23 জানুয়ারি:ভেস পেজকে ঘিরে ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবে চাঁদের হাট। সুনীল গাভাসকর, ইরফান পাঠান, কীর্তি আজাদ-সহ একাধিক দিকপাল ক্রিকেট ব্যক্তিত্বের সমাহারে বৃহস্পতিবার সকালটা নিঃসন্দেহে 'সানি ডেজ'। গাভাসকর নিজে কিংবদন্তি ভেস পেজের ক্রীড়াজগতে অবদান নিয়ে স্মৃতিমেদুর। একইসঙ্গে জানালেন, তিনি সিসিএফসি ক্লাবের সাম্মানিক সদস্য।
ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের মাঠে এক প্রদর্শনী ম্যাচ খেলতে নেমে শূন্য রানে আউট হওয়ার মজার গল্পও শোনা গেল 34টি টেস্ট শতরানের মালিকের গলায়। যদিও ভারতীয় ক্রিকেটে হাল-হকিকত নিয়ে এদিন মুখ খোলেননি গাভাসকর। তবে ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক অবস্থা নিয়ে মুখ খুললেন প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান ৷ তিনি বলেন, "ইংল্যান্ড ম্যাচের স্কোর দেখলেই বোঝা যায় ভারত কতটা আধিপত্য নিয়ে জিতেছে। টি-20 ক্রিকেট ভয় পেয়ে খেললে চলবে না। ভয়ডরহীন ক্রিকেট খেললে সাফল্য আসবেই এই ফরম্যাটে।"
ঘরের মাঠে ইংরেজদের বিরুদ্ধে সিরিজ শেষ হলেই ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে। সেই দলে সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজ নেই ৷ অভাব কি অনুভূত হবে? ইরফান পাঠান বলছেন, "চ্যাম্পিয়ন্স ট্রফিতে সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজ থাকলে ভালো হতো। দুবাইয়ে চারজন স্পিনার নিয়ে খেলা সম্ভব নয়। তাই আরেকজন ফাস্ট বোলার থাকলে ভালো হত।"