পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বদলে যাওয়া আইপিএলের ‘রিটেনশন’ আজ, কোন নিয়মে খেলোয়াড় ধরে রাখবে ফ্র্যাঞ্চাইজিগুলি ? - IPL RETENTION 2025

বদলে গিয়েছে আইপিএলের একাধিক নিয়ম ৷ বেড়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির পার্সের বহরও ৷ এদিকে আজই ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার শেষ দিন ৷ জানুন বিস্তারিত...

IPL Retention 2025 Rules
কোন নিয়মে খেলোয়াড় ধরে রাখবে ফ্র্যাঞ্চাইজিগুলি ? (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Oct 31, 2024, 12:50 PM IST

হায়দরাবাদ, 31 অক্টোবর: আইপিএল 2025 মেগা নিলাম ৷ তার আগে 10টি ফ্র্যাঞ্চাইজিকে তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে । আজ যার শেষদিন । এবার নিয়মেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে । মেগা নিলামে দলগুলির কাছে ‘রাইট টু ম্যাচ’ বিকল্পও থাকবে । পালটে যাওয়া নিয়মগুলি কী ? জেনে নিন ।

দলগুলি সর্বোচ্চ 6 জন খেলোয়াড় ধরে রাখতে পারবে: এবার একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 6 জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে ৷ মেগা নিলামের সময় ধরে রাখার পর্যায়ে বা ‘রাইট টু ম্যাচ’ (RTM) কার্ডের মাধ্যমে ৷ ধরে রাখা খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ 5 জন খেলোয়াড়কে ক্যাপ করা যেতে পারে ৷ পাশাপাশি সর্বোচ্চ 2 খেলোয়াড়কে আনক্যাপ করা যেতে পারে।

‘রাইট টু ম্যাচ’ নিয়মটি কী ? এখন নিয়মটি এটি আইপিএল মেগা নিলাম 2025-এর জন্য প্রয়োগ করা হয়েছে । এই নিয়মটি ফ্র্যাঞ্চাইজিকে আগের মরশুমে দলে নেওয়া খেলোয়াড়দের ফের কেনার সুযোগ দেবে ।

নিয়মটি কীভাবে কাজ করে ?

পুরনো ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়ার পরে কোনও খেলোয়াড় নিলামে গেলে তাকে বিভিন্ন দল বিড করে । বিডিং শেষ হওয়ার পর পুরনো ফ্র্যাঞ্চাইজিকে জিজ্ঞাসা করা হবে যে তারা এই খেলোয়াড়ের জন্য আরটিএম কার্ড ব্যবহার করতে চান কি না ? গত মরশুমে কোনও দলের কোনও খেলোয়াড় নিলামে বিক্রি হলে সেই দলটি ‘আরটিএম কার্ড’ পায় । এই কার্ডের মাধ্যমে তারা খেলোয়াড়কে ফের কিনতে পারে । তবে এবার তাতে বড় ধরনের পরিবর্তন এসেছে ।

আগের মেগা নিলামে, যদি পুরনো দল আরটিএম ব্যবহার করে, তাহলে তাকে সেই খেলোয়াড়ের জন্য নিলামে রাখা শেষ বিডের পরিমাণ দিতে হত । যদি পুরনো দল আরটিএম ব্যবহার না-করে, তবে যে দলটি শেষ বিড করেছিল তারা সেই খেলোয়াড়কে কিনে নেবে ৷

আইপিএল 2025 মেগা নিলামে যদি পুরনো ফ্র্যাঞ্চাইজি কোনও খেলোয়াড়ের জন্য আরটিএম কার্ড ব্যবহার করতে চায়, শেষ বিডিং ফ্র্যাঞ্চাইজিটিকে তাঁর বিড বাড়ানোর জন্য অতিরিক্ত সুযোগ দেওয়া হবে । যদি এটি ঘটে, তবে পুরনো দলটিকে সেই খেলোয়াড়কে দলে ফিরিয়ে আনার জন্য আরটিএম কার্ড ব্যবহার করে সেই অতিরিক্ত বিডের পরিমাণ দিতে হবে।

এগুলি ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম:-

  • এখন প্রতিটি দলের বাজেট থাকবে 120 কোটি টাকা ৷ যার মধ্যে তাদের খেলোয়াড়দের জন্য বিড করতে হবে ।
  • যে সব খেলোয়াড় 5 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি বা অবসর নিয়েছেন, তাঁরা আনক্যাপড খেলোয়াড় হিসেবে বিবেচিত হবেন।
  • 31 অক্টোবর 2024 এর আগে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details