নয়াদিল্লি, 25 অগস্ট: জুলাইয়ে রিকি পন্টিংয়ের সঙ্গে কয়েকবছরের সম্পর্ক ছিন্ন করেছে দিল্লি ক্যাপিটালস ৷ তারপর থেকেই দলের কোচ হিসেবে প্রাক্তন অজি তারকার পরিবর্ত খোঁজা শুরু করেছে আইপিএল ফ্র্য়াঞ্চাইজিটি ৷ বিভিন্নি সংবাদমাধ্যমে রিপোর্ট অনুযায়ী, পান্টারের পরিবর্তে যুবরাজ সিংকে কোচ করতে চাইছে দিল্লি ক্য়াপিটালস ৷ এমনকী ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটারের কাছে নাকি প্রস্তাবও চলে গিয়েছে ইতিমধ্যেই ৷ সব ঠিক থাকলে 2025 আইপিএলে ট্রফির খোঁজে থাকা ক্যাপিটালসের ডাগ-আউটে দেখা যাবে যুবিকে ৷
সেদিক থেকে দেখতে গেলে কোটিপতি লিগে নয়া ভূমিকায় প্রত্যাবর্তন হবে যুবরাজ সিংয়ের ৷ এক্ষেত্রে দিল্লির ফ্র্য়াঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট পদে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যুবরাজের সম্পর্কের সমীকরণ কাজে আসতে পারে বলে মনে করা হচ্ছে ৷ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশ্বস্ত সেনানী হিসেবে যুবির নাম সর্বজন সুবিদিত ৷
গত তিনটি আইপিএল মরশুমের একটিতেও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি দিল্লি ক্যাপিটালস ৷ গত মরশুমে ষষ্ঠস্থানে শেষ করার পর সম্প্রতি প্রাক্তন কোচ এবং মেন্টর রিকি পন্টিংয়ের সঙ্গে মধুচন্দ্রিমা শেষ হয়েছে তাদের ৷ এরপর থেকেই নতুন কোচের খোঁজে দিল্লি ফ্র্যাঞ্চাইজি ৷ স্পোর্টসস্টারের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই দিল্লির কোচ হওয়ার প্রস্তাব যুবরাজের কাছে পৌঁছে গিয়েছে ৷ যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি ৷ তবে মনে করা হচ্ছে, নিলামের আগেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে ৷
খবরে সিলমোহর পড়লে প্রথমবারের জন্য কোচের পদে দেখা যাবে যুবরাজকে ৷ এর আগে যুবরাজের গুজরাত টাইটান্সের কোচিং স্টাফে যোগ দেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল ৷ 2025 আইপিএল মরশুমের আগে আশিস নেহরা এবং বিক্রম সোলাঙ্কি গুজরাত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে নিতে পারেন বলে খবর ৷ তারই পরিবর্তে যুবরাজকে আনা হতে পারে বলে গুঞ্জন শোনা গিয়েছিল ৷ তবে শেষমেশ গুজরাত ছেড়ে সম্ভবত দিল্লির পথে যুবি ৷