পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিজেপি’তে যোগ দিচ্ছেন রিঙ্কু ? যোগী আদিত্যনাথ সাক্ষাতে কেকেআর তারকা - Rinku Singh - RINKU SINGH

Rinku singh met UP CM Yogi Adityanath: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার রিংকু সিংয়ের ৷ যোগীর অটোগ্রাফও নিলেন কেকেআর তারকা ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল দু’জনের ছবি ৷

Rinku singh met UP CM Yogi Adityanath
বিজেপি’তে যোগ দিচ্ছেন রিঙ্কু ? (Rinku Singh X)

By ETV Bharat Sports Team

Published : Aug 27, 2024, 5:39 PM IST

Updated : Aug 27, 2024, 5:52 PM IST

লখনউ, 27 অগস্ট: কলকাতা নাইট রাইডার্সের ‘ঘরের ছেলে’ ৷ এবার কী খেলা ছেড়ে অন্য দুনিয়ায় রিঙ্কু সিং ? মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করলেন নাইটদের পাঁচ ছক্কার নায়ক ৷ রিঙ্কুর ব্যাটে অটোগ্রাফও দেন যোগী ৷ উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের সংখ্যালঘু কল্যাণ প্রতিমন্ত্রী দানিশ আজাদ আনসারি ৷ তারপরেই জল্পনা, বিজেপি’তে যোগ দিচ্ছেন জাতীয় দলে খেলা ব্যাটার ৷

বৈঠকের পরে, রিঙ্কু নিজের এক্স হ্যান্ডেলে ছবিগুলি শেয়ার করেছেন ৷ এই মুহূর্তে উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগে খেলছেন রিঙ্কু । মিরাট মাভেরিক্সের অধিনায়ক তিনি । কাশী রুদ্রার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেয়েছে তাঁর দল । প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ছক্কা মেরে দলকে জিতিয়েছেন নাইটদের তারকা । তারপরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন রিঙ্কু ৷ সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ছবি শেয়ার করে রিঙ্কু লিখেছেন, ‘‘মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে খুব গর্বিত বোধ করছি । এই সুযোগ দেওয়ার জন্য জন্য কৃতজ্ঞ ।’’ যদিও জানা গিয়েছে, আদিত্যনাথের সঙ্গে এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ ৷ এই মুহূর্তে ক্রিকেট নিয়েই ভাবছেন রিঙ্কু ৷ ভারতীয় দলে নিয়মিত জায়গা পাওয়ার জন্য পরিশ্রম করছেন কেকেআর ব্যাটার ৷ আইপিল 2025 আসছে ৷ কুড়ি-বিশের টুর্নামেন্টেও ভালো পারফর্ম করাকেই পাখির চোখ করেছেন তিনি ৷

2023 আইপিএলে মোতেরা স্টেডিয়ামে পাঁচ ছক্কায় নিশ্চিত পরাজয়ের অন্ধকার থেকে জয়ের সরণিতে প্রত্যাবর্তন করেছিল কলকাতা নাইট রাইডার্স । সৌজন্যে ছিল রিঙ্কু সিংয়ের মহাজাগতিক ইনিংস । তারপর থেকে যতবারই বিপদে পড়েছে নাইটরা, রিঙ্কুর উপর ভরসা করতে শুরু করেছে সমর্থকরা ৷ একের পর এক ম্যাচে সেই ভরসার দামও দিয়েছেন আলিগড়ের ব্যাটার ৷ দিনকয়েক আগেই রিঙ্কু জানিয়েছেন, বিরাট কোহলির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারবেন, সে কারণেই কেকেআর-এর পর তাঁর পছন্দের দল আরসিবি ৷

Last Updated : Aug 27, 2024, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details