ধরমশালা, 9 মার্চ: ধরমশালায় ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম্যান্স ভারতের ৷ তার জেরে ইনিংস ও 64 রানে সিরিজের পঞ্চম টেস্ট জিতল ভারত ৷ ফলে পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ডকে 4-1 ঘরের মাঠে পর্যূদস্ত করল রোহিত অ্যান্ড কোং ৷ পাশাপাশি ম্যাচে 9 উইকেট নিয়ে শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 68.5 পয়েন্ট নিয়ে একনম্বর জায়গাটা আগামী সিরিজ পর্যন্ত পাকা করে ফেলল ভারতীয় দল ৷ প্রথম ইনিংসে 5 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব ৷ একটি সেঞ্চুরি, দু’টি ডাবল সেঞ্চুরি-সহ 712 রান করে সিরিজ সেরা যশস্বী জয়সওয়াল ৷
ধরমশালায় পঞ্চম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ইংল্যান্ডকে 195 রানে অলআউট করল ভারত ৷ উল্লেখ্য়, ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময় ফিল্ডিংয়ে নামনেনি অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর জায়গায় সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা দলকে নেতৃত্ব দেন ৷ এদিন নতুন বলে বুমরা এবং অশ্বিন দু’দিক থেকে বোলিং করেন ৷ যেখানে শুরুতেই ইংল্যান্ডের টপ-অর্ডারের তিন ব্যাটারকে ফেরান অশ্বিন ৷ 14 ওভারে 77 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন তিনি ৷ ম্যাচ মোট 9 উইকেট নিয়েছেন অশ্বিন ৷ ভারতের হয়ে বুমরা এবং কুলদীপ 2টি করে উইকেট তুলেছেন ৷ আর রবীন্দ্র জাদেজা একটি উইকেট পান দ্বিতীয় ইনিংসে ৷
আজ তৃতীয় দিনের শুরুতে ভারত 8 উইকেটে 473 রানে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করে ৷ গতকালের নট-আউট দুই লোয়ার-অর্ডার ব্যাটার কুলদীপ যাদব (30) এবং জয়প্রীত বুমরা (20) মোটে 25 বল খেলেন সকালে ৷ যেখানে কুলদীপের উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে প্রথম পেসার হিসেবে 700 উইকেট নেওয়ার নজির গড়লেন জেমস অ্যান্ডারসন ৷ তিনি ইংল্যান্ডের হয়ে ম্যাচে 2 উইকেট নিয়েছেন ৷ অন্যদিকে, 20 বছরের তুরণ অফস্পিনার শোয়েব বশির সিরিজ ও কেরিয়ারের দ্বিতীয় 5 উইকেট নিলেন ৷