পুণে, 25 অক্টোবর: দ্বিতীয়দিনের শেষে যে অবস্থায় দাঁড়িয়ে ম্যাচ, তাতে ম্যাজিক ছাড়া পুণে টেস্টেও হারের দিকে এগোচ্ছে ভারত ৷ আর পুণে টেস্টে হার মানে প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতবে নিউজিল্যান্ড ৷ সেই ঐতিহাসিক কীর্তি গড়ার পথে দ্বিতীয়দিনের শেষে টম ল্যাথাম নেতৃত্বাধীন দল চালকের আসনে বলা যায় ৷ শ্রীলঙ্কার মাটিতে নাস্তানাবুদ হয়ে আসা কিউয়িরা শুক্রবারের শেষে ভারতের চেয়ে এগিয়ে 301 রানে ৷
প্রথম ইনিংসে 259 রানের জবাবে দ্বিতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতির পরপরই 156 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস ৷ মিচেল স্যান্টনারের সাত উইকেটে প্রথম ইনিংসে 103 রানে এগিয়ে যায় সফরকারী দল ৷ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে 198 রান তুলেছে কিউয়িরা ৷ প্রথম ইনিংসের পর নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও বল হাতে দুরন্ত ওয়াশিংটন সুন্দর ৷ চার উইকেট নিয়ে ম্যাচে দশ উইকেট ঝুলিতে ভরে নিলেন চেন্নাই অলরাউন্ডার ৷ অনিল কুম্বলে, এরাপল্লি প্রসন্ন, এস ভেঙ্কটরাঘবন, রবিচন্দ্রন অশ্বিনের পর পঞ্চম বোলার হিসেবে কিউয়িদের বিরুদ্ধে ম্যাচে 10 উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি ৷