পারথ, 22 নভেম্বর:নিউজিল্যান্ড সিরিজ যেখানে শেষ করেছিল,বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে সেখান থেকে শুরু করল ভারত ৷ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই নাস্তানাবুদ ‘টিম ইন্ডিয়া’ ৷ যসশ্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ধ্রুব জুরেলদের ব্যর্থতায় ঋষভ পন্থ-নীতীশ কুমার রেড্ডি খানিক হাল না-ধরলে দেড়শোর আগেই গুটিয়ে যেত ভারতের ব্যাটিং লাইন-আপ ৷
রোহিত না-থাকায় ভারতীয় ব্যাটিংয়ের গুরুদায়িত্ব ছিল বিরাটের কাঁধে ৷ কিন্তু, প্রত্যাশাপূরণে ব্যর্থ কোহলি ৷ যশস্বী জয়ওয়ালের সঙ্গে ইনিংস শুরু করেন লোকেশ রাহুল ৷ তিনে ছিলেন দেবদূত পাড্ডিকল ৷ খাতাই খুলতে পারেননি যশস্বী-দেবদূত ৷ 5 রান করেই ফিরে যান কোহলি ৷ 74 বলে 26 রানের ইনিংস খেলা রাহুলকে দেখে মনে হয়েছিল, দলের বিপদে ‘ত্রাতা’ হতে পারেন কেএল ৷ যদিও বড় রান করার আগেই ভুল শট নির্বাচন করে বসেন কন্নড় ব্যাটার ৷