ভুবনেশ্বর, 24 মে: কুয়েতের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপে যোগ্যতাঅর্জন পর্বের অন্যতম কঠিন ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল ৷ 6 জুনের সেই ম্যাচের 27 জনের দল ঘোষণা করেছেন কোচ ইগর স্টিম্যাচ ৷ যে দলে নেই ফরওয়ার্ড পার্থিব গগৈ এবং ডিফেন্ডার মহম্মদ হাম্মাদ ৷ চোটের কারণে তাঁরা বাদ পড়েছেন বলে জানিয়েছেন জাতীয় দলের কোচ ৷ বিশ্বকাপ যোগ্যতাঅর্জনের এই ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন অধিনায়ক সুনীল ছেত্রী ৷
ভুবনেশ্বরে আয়োজিত জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে 32 জন ফুটবলার অংশ নিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ ফুরবা লাচেনপা, পার্থিব গোগোই, ইমরান খান, মহম্মদ হাম্মাদ এবং জিতন এমএস ৷ স্টিম্যাচ বলেন, "সকলেই খুবই পেশাদার এবং পরিশ্রমি ৷ তাঁদের সবার মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে ৷ বিশেষ করে জিতন এবং পার্থিব ৷ তবে, পার্থিব এবং হাম্মাদের সামান্য চোট লেগেছিল কয়েকদিন আগে ৷ তাঁদের 7-14 দিনে বিশ্রামের প্রয়োজন ৷" কী ধরনের চোট, তা নির্দিষ্ট করে জানাননি জাতীয় দলের কোচ ৷
যে 27 জন ফুটবলারকে বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচের জন্য জাতীয় দলে বাছাই করা হয়েছে, তাঁরা সকলে 29 মে পর্যন্ত ভুবনেশ্বরে জাতীয় দলের প্রস্তুতি শিবিরে থাকবেন ৷ 30 মে সুনীল ছেত্রী-সহ পুরো দল কলকাতায় আসবেন ম্যাচের জন্য ৷ এই মুহূর্তে এশিয়ান কোয়ালিফায়ারের গ্রুপ-এ’র চার দলের মধ্যে দু’নম্বরে রয়েছে ভারত ৷ 6 জুনের পর ব্লু টাইগাররা কাতার রওনা দেবে গ্রুপ-এ’র শেষ দু’টি ম্যাচ খেলার জন্য ৷ 19 বছর পর 11 জুন প্রথমবার সুনীল ছেত্রীকে ছাড়া ভারতীয় ফুটবল দল কোনও বিদেশ সফরে যাবে ৷
কাতারের অচেনা পরিবেশ ও অত্যধিক গরমের সঙ্গে মানিয়ে নিয়ে ভারত কেমন পারফর্ম্যান্স করে, তার উপর নির্ভর করছে বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের পরের রাউন্ডের প্রবেশ করা ৷ আগামী 6 জুন, রবিবার সুনীল ছেত্রী তাঁর কেরিয়ারের 151 তম ম্যাচ খেলবেন ৷ দেড়শো নম্বর আন্তর্জাতিকের স্মৃতি ভালো ছিল না ৷ তবে, নীল জার্সিতে দেশের হয়ে শেষ ম্যাচ জিততে মরিয়া সুনীল ৷ এমনকি তাঁর সতীর্থরাও 'ক্যাপ্টেন' ছেত্রীকে বিদায়ী উপহার হিসেবে জয় দিতে বদ্ধপরিকর ৷
আরও পড়ুন:
- সবুজ-মেরুন অতীত ! লোবেরার ডাকে ওড়িশা এফসিতে হুগো বুমোস
- নাইটদের তাতাতে রবিবার চিপকে কি থাকবেন শাহরুখ! জানিয়ে দিলেন জুহি
- 361 দিন পর পরাজিত লেভারকুসেন, জার্মানি সেরাদের হারিয়ে ইউরোপা লিগ আটালান্টার