কলম্বো, 7 অগস্ট: প্রথম অ্যাসাইনমেন্টেই পাশ মার্ক পেলেন না গৌতম গম্ভীর ৷ ঠিক 39 দিন আগে ক্লাউড নাইনে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা ৷ দ্বীপরাষ্ট্রে কুড়ি-বিশের সিরিজও জিতে নিয়েছিল ‘মেন ইন ব্লু’ ৷ কিন্তু তাতে ছিলেন না দলের দুই মহারথী ৷ ফলে ওডিআই সিরিজে তাদের অন্তর্ভুক্তি, উপরন্তু কোচ গম্ভীরের দায়িত্বগ্রহণের পর প্রথম 50 ওভারের সিরিজ জিততে বদ্ধপরিকর ছিল ভারত ৷ সেখানেই হোঁচট খেল বিশ্বজয়ীরা ৷
সুখস্মৃতি অতীত ! দ্বীপরাষ্ট্রে ডাহা ফেল ‘বিশ্বজয়ী’ ভারত, লজ্জার হারে ‘গম্ভীর’ টিম ইন্ডিয়া - India lost to Sri Lanka - INDIA LOST TO SRI LANKA
India Lost ODI Series against Sri Lanka: প্রথম ম্যাচে টাই হয়েছিল, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছিল ৷ ফলে তৃতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর সুযোগ ছিল ভারতের সামনে ৷ সেই ম্যাচে এসেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল রোহিতদের ব্যাটিং লাইন-আপ ৷
Published : Aug 7, 2024, 8:21 PM IST
|Updated : Aug 7, 2024, 8:35 PM IST
প্রথম ম্যাচে টাই হয়েছিল, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছিল ৷ ফলে তৃতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর সুযোগ ছিল ভারতের সামনে ৷ সেই ম্যাচে এসেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল রোহিতদের ব্যাটিং লাইন-আপ ৷ 248 রান তাড়া করতে নেমে 138 রানে বাণ্ডিল রোহিত-বিরাট-পন্তরা ৷ 110 রানে ভারতকে হারিয়ে 1-0 ব্যবধানে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা ৷
এদিনও শুরুটা ভালো করেছিলেন রোহিত শর্মা ৷ 20 বলে 35 রানের ইনিংস খেলে ফেরেন রোহিত ৷ 4টি চার ও 1টি ছয়ে সাজানো ছোট্ট ইনিংস ভারতকে লড়াইয়ের খানিক ভীত গড়ে দিয়েছিল ৷ কিন্তু বাকিদের ব্যর্থতায় বিরাট ব্যবধানে হারল ‘টিম ইন্ডিয়া’ ৷ বল বুঝতে না-পেরে পরপর উইকেট ছুড়ে দিয়ে এলেন শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্তরা ৷ রিয়ান পরাগ যেভাবে আউট হলেন, জেলাস্তরে হলেও তিরস্কারের অন্ত থাকে না ৷ শেষদিকে ওয়াশিংটন সুন্দরের 30 রানের ইনিংস না এলে লজ্জা আরও বাড়তে গম্ভীরের ছেলেদের ৷