রাজকোট, 18 ফেব্রুয়ারি:যশস্বী জয়সওয়ালের দ্বিশতরানের সৌজন্যে রাজকোট টেস্টে বেন স্টোকসদের সামনে লক্ষ্যমাত্রা ছিল 557 রানের ৷ এহেন পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা তাড়া করে ইংল্যান্ড যে জিতবে, তেমনটা প্রত্যাশা করেননি তাদের অতি বড় সমর্থকও ৷ কিন্তু রান তাড়া করতে নেমে যে 'বাজবল' অনুসরণকারীদের এহেন ল্যাজে-গোবরে দশা হবে, সেটাও প্রত্যাশিত ছিল না ৷ কিন্তু সেটাই হল ৷
বিশাল রান তাড়া করতে নেমে চতুর্থদিন তৃতীয় সেশনে কার্যত হাঁটু কেঁপে গেল ইংল্যান্ডের ৷ জাদেজার 5 উইকেটে দ্বিতীয় ইনিংসে 122 রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ ৷ 434 রানে জিতে সিরিজে এগিয়ে গেল ভারত ৷ যা সর্বাধিক ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার ৷ বিশাল টার্গেট তাড়া করতে নেমে এদিন চা-পানের বিরতির আগেই দুই ওপেনারের উইকেট হারায় ইংরেজরা ৷ এরপর তৃতীয় সেশনে ইংরেজ ব্যাটাররা ক্রিজে এলেন আর গেলেন ৷
প্রথম ইনিংসে ব্যাট হাতে শতরান হাঁকানো জাদেজা দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী হয়ে উঠলেন বল হাতে ৷ ওলি পোপ, জো রুট-সহ প্রতিপক্ষের পাঁচ উইকেট তুলে নিলেন 'স্যর' জাড্ডু ৷ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সর্বাধিক রান সংগ্রাহক মার্ক উডকেও (33 রান) ফেরান জাদেজা ৷ ম্যাচের সেরাও হয়েছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার ৷ জাদেজার পাশাপাশি কুলদীপ যাদব নেন 2টি উইকেট, একটি করে উইকেট নেন জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন ৷ সবমিলিয়ে 39.4 ওভারে 122 রানে গুটিয়ে যায় ব্রিটিশবাহিনী ৷
এর আগে চতুর্থদিন মধ্যাহ্নভোজের বিরতির পর ফের দ্বিশতরান পূর্ণ করেন যশস্বী জয়সওয়াল ৷ 214 রানে অপরাজিত থাকেন তিনি ৷ অপরাজিত 68 রান করেন সরফরাজ ৷ 4 উইকেটে 430 রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে ভারত ৷
আরও পড়ুন:
- দ্বিশতরানে ফের 'যশস্বী' জয়সওয়াল, রাজকোটে ব্রিটিশদের সামনে 557 রানের লক্ষ্যমাত্রা
- মুকেশের 10 উইকেট, জয়ের গন্ধ মেখে বিদায়বেলায় সতীর্থদের কাঁধে মাঠ ছাড়লেন মনোজ
- প্রয়াত প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার মাইক প্রোক্টর