নয়াদিল্লি, 21 জুলাই: 26 তারিখের অপেক্ষায় গোটা বিশ্ব ৷ 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' অলিম্পিক্সের 33তম সংস্করণে ঢাকে কাঠি পড়ল বলে ৷ প্যারিস অলিম্পিক্সের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে আগেই ৷ 117 জন অ্যাথলিট প্যারিসে এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ৷ 16টি বিভাগে অংশ নেবে ভারত। দেশের 117 জন অ্যাথলিটের মধ্যে ভারতীয় সশস্ত্র সেনা থেকে জায়গা করে নিয়েছেন 24 জন ৷ তবে উল্লেখযোগ্যভাবে প্রথমবারের জন্য অলিম্পিক্সে অংশ নিচ্ছেন দেশের দুই মহিলা সশস্ত্র সেনা- জেসমিন লাম্বোরিয়া ও রীতিকা হুডা ৷
শনিবার প্রতিরক্ষামন্ত্রকের তরফে ভারতীয় সেনাবাহিনীর দু'জন মহিলা ক্রীড়াবিদকে ভারতীয় অলিম্পিক গেমসের দলে অন্তর্ভুক্তির কথা জানানো হয়েছে, যা এককথায় নজির। ভারতীয় বক্সার জেসমিন লাম্বোরিয়া সেনাবাহিনীর হাবিলদার পদে কর্মরত ৷ অন্যদিকে সিপিও পদ সামলান কুস্তিগীর রীতিকা হুডা ৷ এই দু'জন বাদে সার্ভিসেস থেকে অংশ নিতে চলা বাকি 22 জন পুরুষ ৷ তালিকায় রয়েছেন টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া ৷ যিনি সেনাবাহিনীর সুবেদার পদে কর্মরত ৷