কলকাতা, 11 জুলাই: পায়ে পায়ে একশ বছর কলকাতা ডার্বির ৷ প্রথম বছর ভারতীয় ফুটবলারের পায়ে ডার্বির ভাগ্য নির্ধারিত হয়েছিল। একশ বছরে আবার ইতিহাসের পুনরাবৃত্তি। এবারও দুই দলের 22 জনই ভারতীয়। ফলে আগামী শনিবার চলতি মরশুমের প্রথম বঙ্গ বিভাজনের দিন। সেই সঙ্গে ডার্বির ইতিহাসে এক নতুন মাইলফলকও হতে চলেছে । শতবর্ষের পাশাপাশি কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের 100তম ডার্বিও হতে চলেছে।
মরশুমের প্রথম ডার্বিতে নেপাল চক্রবর্তী মোহনবাগানকে 1-0 গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। আইএফএ-র তরফে সেই নেপাল চক্রবর্তীর পরিবারের তরফে যোগাযোগ করে তাঁদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা চলছে । এমনটাই জানিয়েছেন আইএফএ সচিব অর্নিবাণ দত্ত।
আসন্ন ডার্বির জন্য চার ধরণের টিকিটের ব্যবস্থা করেছে আইএফএ। টিকিটের মূল্য রাখা হয়েছে যথাক্রমে 100 টাকা, 150 টাকা, 499 টাকা এবং 1200 টাকা। ম্যাচের সব টিকিটই পাওয়া যাবে অনলাইনে। কোনও অফলাইন টিকিটের ব্যবস্থা রাখা হয়নি। দুই ক্লাবের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আইএফএ ৷ যাতে ক্লাব তাঁবু থেকে প্রয়োজনীয় নথি দেখিয়ে টিকিট সংগ্রহ করা যায়। এছাড়াও যুবভারতী থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। এবার আইএফএএর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটা দলের সমর্থকদের জন্য 10টা করে স্ট্যান্ড রয়েছে।