কলকাতা, 13 জুন: বৃষ্টিবিঘ্নিত বেঙ্গল প্রো টি-20 লিগ। বুধবার সন্ধ্যায় হঠাৎ বৃষ্টিতে বিঘ্ন ঘটে কলকাতা টাইগার্স এবং হাওড়া ওয়ারির্য়সের মধ্যে ম্যাচ। ডাকওয়ার্থ লুইস নিয়মে কলকাতা টাইগার্স 16 রানে হারাল হাওড়া ওয়ারিয়র্সকে। কলকাতা টাইগার্স প্রথমে ব্যাট করে মাত্র 125 তোলে। কলকাতার অধিনায়ক অভিষেক পোড়েল চূড়ান্ত ব্যর্থ হলেন। ম্যাচের প্রথম বলেই কনিষ্ক শেঠের বলে কট বিহাইন্ড হলেন দিল্লি ক্যাপিটালস তারকা উইকেটরক্ষক-ব্যাটার।
ব্যর্থ ঋদ্ধিমান-অভিষেক, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হাওড়াকে হারাল কলকাতা - Bengal Pro T20 League - BENGAL PRO T20 LEAGUE
Bengal Pro T20 League: বেঙ্গল প্রো টি-20 লিগের দ্বিতীয় দিনে কাঁটা হল বৃষ্টি। ইডেন গার্ডেন্সে বুধবারের ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে হাওড়া ওয়ারির্য়সকে হারাল কলকাতা টাইগার্স ৷ ব্যাট হাতে ব্যর্থ ঋদ্ধিমান ৷
Published : Jun 13, 2024, 4:24 PM IST
বুধবার বেঙ্গল প্রো টি-20 লিগে আকর্ষণের কেন্দ্রে ছিলেন ঋদ্ধিমান সাহা। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচে হার ঋদ্ধির। মান-অভিমান পর্ব মিটিয়ে প্রায় দু'বছর পর বঙ্গ ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছিল তারকা উইকেট রক্ষকের। বুধবার দুপুরে তাঁর দল মেদিনীপুর উইজার্ডস নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল স্ম্যাশার্স মালদার বিরুদ্ধে। প্রত্যাবর্তন মোটেই ভালো হল না ঋদ্ধিমানের। তারকা ক্রিকেটারের মঞ্চে বাজিমাত বাংলার তরুণ ক্রিকেটারের। ঋত্ত্বিক চ্যাটার্জির দাপটে হার দিয়েই বেঙ্গল প্রো টি-20 লিগ শুরু করল মেদিনীপুর। মালদার হয়ে ঋত্বিক ছাড়াও গুরুত্বপূর্ণ অবদান রাখলেন গীত পুরী, ঋতম পোড়েলরা।
প্রথমে ব্যাটিং করে মাত্র 97 রানে অলআউট হয়ে যায় মেদিনীপুর উইজার্ডস। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঋদ্ধিমান। 8 ওভার শেষে মেদিনীপুরের রান ছিল 35/3। ঋদ্ধিমান 21 রান করে আউট হন। প্রিয়াংশু শ্রীবাস্তবও 21 করেন। দুর্ভাগ্যবশত মেদিনীপুরের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 21। রান তাড়া করতে নেমে 22 রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল মালদা। কিন্তু ঋত্বিক চট্টোপাধ্যায় ঠান্ডা মাথায় হাফ সেঞ্চুরি করে জয় ছিনিয়ে নেন। অন্যদিকে, বেঙ্গল প্রো টি-20 লিগে মেয়েদের উদ্বোধনী ম্যাচে হারবার ডায়মণ্ডস আট উইকেটে হারায় শিলিগুড়ি ওয়ারিয়র্সকে ৷