হায়দরাবাদ, 6 জুলাই:"আমার নাম্বার ওয়ান ৷ আমি যা কিছুই করি সবই তোমার জন্য।" বিশ্বসেরা হয়ে বাড়ি ফিরে ছেলেকে জড়িয়ে ধরে আবেগঘন পোস্ট পাওয়ার হিটার হার্দিক পান্ডিয়া ৷ তবে এতকিছুর পরও হার্দিক তাঁর পোস্টে কোথাও স্ত্রী নাতাশার কথা উল্লেখ করেননি। বা তাঁকে ট্যাগও করেননি। এমনকী বাড়িতে টি-20 বিশ্বকাপ ফাইনালের নায়ককে স্বাগত জানাতে যে সেলিব্রেশন হয় তাতে কোথাও দেখা যায়নি হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচকে ৷
গতকাল ছেলে অগস্ত্যর সঙ্গে একগুচ্ছ ছবি ও ভিডিয়ো হার্দিক শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। ততে দেখা যাচ্ছে, ছেলে অগস্ত্যকে মেডেল পরিয়ে দিয়েছেন হার্দিক। একসঙ্গে দু'জনকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে। ওই পোস্টের ক্যাপশনে বাবা লিখেছেন, "আমার নম্বর ওয়ান ৷ আমি যা কিছুই করি সবই তোমার জন্য।" মুহূর্তের মধ্যে ওই ছবিতে লাইক ও কমেন্ট সেকশন ভরে গিয়েছে। সেখানে হার্দিক পান্ডিয়ার দাদা ক্রুণাল পান্ডিয়া ও বউদি পাঙ্খুরি শর্মাও কমেন্ট করেছেন। হার্দিকের ফ্যানেরাও ভালোবাসা উজাড় করে দিয়েছেন ৷ আবার অনেকেই খোঁজ করছেন নাতাশার ৷