সিডনি, 5 জানুয়ারি: সিরিজের শেষ টেস্ট হেরে বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া ভারতের ৷ পারথে শুরুটা স্বপ্নের মত হলেও সিডনি টেস্টের শেষে বাস্তবের রুক্ষ মাটিতে টিম ইন্ডিয়া ৷ 10 বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হওয়ার পিছনে রয়েছে একাধিক কারণ ৷ তবে সবচেয়ে বড় কারণ বোধহয় ব্যাটিং ব্যর্থতা ৷ পারথে শতরান এলেও পরবর্তীতে গোটা সিরিজে নিশ্চুপ বিরাট কোহলির ব্যাট ৷ রোহিত শর্মা তো খারাপ ফর্মের কারণে নিজেকে সরিয়েই নিয়েছিলেন সিডনি টেস্ট থেকে ৷ দু'জনের টেস্ট ভবিষ্যত কী? সিরিজ হারের পর মুখ খুললেন কোচ গৌতম গম্ভীর ৷
ম্য়াচ শেষে সাংবাদিক সম্মেলনে ভারতের কোচ জানালেন, আমি কোনও ক্রিকেটারের ভবিষ্যত নিয়ে কথা বলার পক্ষপাতী নই ৷ গম্ভীর বলেন, "এটা সম্পূর্ণ তাঁদের (রোহিত ও কোহলি) ব্যাপার ৷ তবে আমি এটুকু বলতে পারি যে, ওদের খিদে রয়েছে ৷ খেলার আকাঙ্খাও তীব্র এখনও ৷ ওরা খুবই কঠোর মানসিকতার ৷ আমি নিশ্চিত ভারতীয় ক্রিকেটাকে এগিয়ে নিয়ে যেতে ওরা সর্বস্ব উজাড় করে দেবে ৷ আমি আবারও বলছি যে সিদ্ধান্তই ওরা নিক না কেন, ভারতীয় ক্রিকেটের কথা ভেবেই নেবে ৷"